thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

মাংস বাড়াবে ডায়াবেটিসের ঝুঁকি

২০১৭ ফেব্রুয়ারি ২১ ২২:২২:৪৯
মাংস বাড়াবে ডায়াবেটিসের ঝুঁকি

দ্য রিপোর্ট ডেস্ক : মাংস আপনার ভীষণ প্রিয়। সামনে গরুর বা মুরগির মাংস দেখলে স্থির থাকতে পারেন না। কিন্তু এবার সাবধান হোন। রোজ যদি আপনি মাংস খান, তাহলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়বে।

গবেষণায় দেখা গেছে, মাংসে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে। যার ফলে কারোর খাদ্যতালিকায় যদি রোজ অ্যানিম্যাল ফ্যাটে থাকে, তবে তা টাইপ-২ ডায়াবেটিসের সম্ভাবনা দ্বিগুণ বাড়িয়ে দেয়।

প্রায় সাড়ে তিন হাজার মানুষের উপর পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। যাদের হৃদরোগের সম্ভাবনা থাকলেও, প্রথমে কোনো ডায়াবেটিস ছিল না। তাদের খাদ্যাভ্যাসের উপর নিয়মিত নজর রাখা হয়।

কিছুদিন পর দেখা যায়, যাদের মধ্যে চিকেন বা মাটন খাওয়ার প্রবণতা বেশি, তাদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা প্রায় দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে। তাই ডায়াবেটিসের মত 'ঘুণপোকা'র হাত থেকে বাঁচতে চাইলে, এখনই সাবধান হোন। সূত্র : জি-নিউজ।

(দ্য রিপোর্ট/এফএস/এনআই/ফেব্রুয়ারি ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর