thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

আবৃত্তি অ্যালবাম ‘অবুঝ জাদুঘর’

২০১৭ ফেব্রুয়ারি ২২ ০৯:১২:৫৪
আবৃত্তি অ্যালবাম ‘অবুঝ জাদুঘর’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘একটা স্মৃতি জাদুঘর তৈরি হবে/মন যোগান দেবে উপকরণ/তো শুরু হলো জোগাড়-যন্তর/প্রথমেই উঁচু করা হলো শৈশবের ঢাকনি/কিন্তু তলায় পাওয়া গেলো/কিছু তুষারহিম আর শিখাময সমীকরণ’— এমন কিছু কবিতা নিয়ে প্রকাশ হয়েছে আবৃত্তির অ্যালবাম ‘অবুঝ জাদুঘর’। এটি প্রকাশ করেছে বাংলাঢোল।

রেজাউদ্দিন স্টালিনের লেখা কবিতাগুলো আবৃত্তি করেছেন ডালিয়া আহমেদ, শাহাদাৎ হোসেন নিপু ও আহকামউল্লাহ। অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে সম্প্রতি বইঘর প্যাভিলিয়নে এর মোড়ক খোলা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহা পরিচালক শামসুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন কবি হাবীবুল্লাহ সিরাজী। উপস্থিত ছিলেন ই.বি.সল্যুশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাফিউর রহমান খান ইউসুফজাই, বাংলাঢোল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক, আবৃত্তি শিল্পী ড. শাহাদাৎ হোসেন নিপু, গীতিকবি শহীদুল্লাহ ফরায়েজী প্রমুখ।

(দ্য রিপোর্ট/পিএস/এআরই/এনআই/ফেব্রুয়ারি ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর