thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

যুক্তরাষ্ট্রে অবৈধদের তাড়াতে নতুন পদক্ষেপ ট্রাম্পের

২০১৭ ফেব্রুয়ারি ২২ ১০:২৮:৪৬
যুক্তরাষ্ট্রে অবৈধদের তাড়াতে নতুন পদক্ষেপ ট্রাম্পের

দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রে কাগজপত্রহীন বা নথিভুক্ত নন এমন অবৈধ অভিবাসীদের ধরতে নতুন করে দিকনির্দেশনা জারি করেছে ট্রাম্প প্রশাসন। এর অংশ হিসেবে অপরাধের রেকর্ড আছে এমন অ-নিবন্ধিত অভিবাসীদের প্রথমে টার্গেট করা হবে। খবর বিবিসির।

সেই সঙ্গে খোঁজা হবে তাদের যারা মার্কিন নিরাপত্তার জন্য ঝুঁকি কিংবা সামাজিক সুবিধা ব্যবস্থার অপব্যবহার করেছে।

প্রশাসন বলছে, এছাড়া যারা নিজেদের মিথ্যে পরিচয় দিয়েছে তাদের এবং যাদের জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি মনে করা হবে তাদেরও খুঁজে বের করা হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নাগরিকেরা এবং গ্রিন কার্ডধারীরা যে প্রাইভেসি রাইটস বা ব্যক্তির একান্ত ব্যক্তিগত বিষয়াবলী গোপনীয়তার অধিকার পান, অবৈধ অভিবাসীরা তা পাবেন না।

তবে, যেসব শিশুকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে আনা হয়েছিল তারা একধরনের সুরক্ষা পাবে। সদ্য বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার 'ড্রিমার্স অর্ডারে'র আওতায় শিশুরা এই সুরক্ষা পাবে।

নতুন নির্দেশনা বাস্তবায়ন করতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ আরও অতিরিক্ত দশ হাজার জনবল নিয়োগের পরিকল্পনা করেছে।

(দ্য রিপোর্ট/এআরই/এনআই/ফেব্রুয়ারি ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর