thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

সিগমা হুদাকে দুদকের দেওয়া নোটিশের কার্যক্রম চলবে

২০১৭ ফেব্রুয়ারি ২২ ১২:৫৪:৪০
সিগমা হুদাকে দুদকের দেওয়া নোটিশের কার্যক্রম চলবে

দ্য রিপোর্ট প্রতিবেদক : সম্পদের বিবরণী চেয়ে বিএনপি জোট সরকারের সময়ের যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া নোটিসের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট।

এর ফলে দুদকের দেওয়া নোটিসের কার্যক্রম নিয়ম অনুযায়ী চলবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

এ বিষয়ে জারি করা রুল খারিজ করে বুধবার (২২ ফেব্রুয়ারি) বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। অপরদিকে সিগমা হুদার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার নাজমুল হুদা। পরে আদেশের বিষয়টি দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের নিশ্চিত করেন।

২০০৯ সালের ১২ জানুয়ারি সম্পদের হিসাব চেয়ে সিগমা হুদাকে নোটিস দেয় দুদক। পরে ওই নোটিস চ্যালেঞ্জ করে সিগমা হুদা হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের প্রাথমিক শুনানি শেষে একই বছর ২৭ জানুয়ারি হাইকোর্ট নোটিসের কার্যকারিতার স্থগিত করে রুল জারি করেন। গত বছরের ১৪ আগস্ট এ রুলের চূড়ান্ত শুনানি শেষ হয়।

(দ্য রিপোর্ট/কেআই/এআরই/এনআই/ফেব্রুয়ারি ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর