thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

প্রথমবারের মতো প্রাণিসম্পদ সেবা সপ্তাহ শুরু বৃহস্পতিবার

২০১৭ ফেব্রুয়ারি ২২ ১৩:৩১:১৬
প্রথমবারের মতো প্রাণিসম্পদ সেবা সপ্তাহ শুরু বৃহস্পতিবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রথমবারের মতো সরকার ঢাকাতে কেন্দ্রীয়ভাবে এবং সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালন করবে সরকার।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদফতরের যৌথ উদ্যোগে ‘নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি, সুস্থ সবল মেধাবী জাতি’ স্লোগানে ২৩ (বৃহস্পতিবার) থেকে ২৭ ফেব্রুয়ারি ‘প্রাণিসম্পদ সপ্তাহ-২০১৭’ পালন করা হবে।

সচিবালয়ে বুধবার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. ছায়েদুল হক এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘সেবা সপ্তাহে ঢাকায় কেন্দ্রীয়ভাবে জনসচেতনতা বৃদ্ধিতে বর্ণাঢ্য র‌্যালি, সেমিনার, প্রাণিসম্পদ অধিদফতর ও উদ্যোক্তাদের অংশগ্রহণে প্রাণিসম্পদ বিষয়ক মেলা, কেরাণীগঞ্জে গবাদি পশুর উন্নত জাতের প্রদর্শনী, শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে প্রাণিসম্পদ বিষয়ক রচনা প্রতিযোগিতা, শ্রেষ্ঠ উদ্যোক্তা নির্বাচন ও পুরস্কার দেওয়া হবে।’

তিনি বলেন, ‘জেলা ও উপজেলা পর্যায়ে কর্মসূচির মধ্যে রয়েছে-র‌্যালি, আলোচনা সভা, প্রাণিসম্পদ বিষয়ক সেবা, স্কুল ফিডিং (ডিম ও দুধ), প্রাণিসম্পদ বিষয়ক মেলা, পোস্টার-লিফলেট বিতরণ।’

সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মো. মাকছুদুল হাসান খান, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক আইনুল হক উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/আরএমএম/এমকে/এনআই/ফেব্রুয়ারি ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর