thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

সেন্ট্রাল ফার্মার নিয়ন্ত্রণ নিচ্ছে আলিফ গ্রুপ

২০১৭ ফেব্রুয়ারি ২২ ১৩:৩৮:৩৬
সেন্ট্রাল ফার্মার নিয়ন্ত্রণ নিচ্ছে আলিফ গ্রুপ

দ্য রিপোর্ট প্রতিবেদক : সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে আলিফ গ্রুপ। প্রতিষ্ঠানটির পরিচালকদের সব শেয়ার কেনার মাধ্যমে এ নিয়ন্ত্রণ নেবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের ৫ পরিচালকের সব শেয়ার ধীরে ধীরে ব্লক মার্কেটের মাধ্যমে কিনে নেবে আলিফ গ্রুপের কনসার্ন প্রতিষ্ঠান ও বিভিন্ন পরিচালক। এ বিষয়ে এরইমধ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে সমঝোতা স্বাক্ষর হয়েছে।

শেয়ার ক্রয় শেষে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসে নতুন পরিচালনা পর্ষদ নিয়োগ দেবে আলিফ গ্রুপ। এক্ষেত্রে এই গ্রুপের পক্ষ থেকে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হবে।

এদিকে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের নিয়ন্ত্রণ নিচ্ছে আলিফ গ্রুপ, এমন খবর অনেক আগেই শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মধ্যে ছড়িয়ে পড়ে। এর আলোকে প্রতিষ্ঠানটির শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ সৃষ্টি হয়। এতে কোম্পানির শেয়ার দরে অস্বাভাবিক উত্থান হয়।

দেখা গেছে, গত ৫ ফেব্রুয়ারি কোম্পানির শেয়ার দর ছিল ২৫.২ টাকা। যা ১০ কার্যদিবসের ব্যবধানে ১৯ ফেব্রুয়ারি লেনদেন শেষে ৩৪.১ টাকায় দাঁড়ায়। এ হিসাবে দর বাড়ে ৮.৯ টাকা বা ৩৫.৩২ শতাংশ।

(দ্য রিপোর্ট/আরএ/এনআই/ফেব্রুয়ারি ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর