thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

ইরানের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

২০১৭ ফেব্রুয়ারি ২২ ১৫:১৭:৫৬
ইরানের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

দ্য রিপোর্ট ডেস্ক : রোল বল বিশ্বকাপের প্রি-কোর্য়াটারে মেয়েদের দল বাদ পড়লেও আশা জাগাচ্ছিল ছেলেদের দল। দুরন্তভাবে খেলে তারা সেমিফাইনালে জায়গাও করে নিয়েছিল। তবে এ পর্যন্তই ছিল তাদের যাত্রা। ফাইনালে ওঠার লড়াইয়ে ইরানের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের ছেলেদের।

বুধবার (২২ ফেব্রুয়ারি) মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল নির্ধারণীতে ১১-৩ গোলের ব্যবধানে হেরে বিদায় নিয়েছেন হৃদয়-আসিফরা।

টানা ছয় ম্যাচে দাপটের সঙ্গে জিতে প্রথমবারের মতো এ টুর্নামেন্টের সেমিতে জায়গা করে নেয় বাংলাদেশ দল। দেশের হয়ে রোল বলের ইতিহাসে এটাই সর্বোচ্চ অর্জন। কিন্তু, শেষ অব্দি ফাইনালের স্বপটা পূরণ হলো না লাল-সবুজ জার্সিধারীদের! ইরানের কাছে হেরে শেষ হলো রোল বল বিশ্বকাপের মিশন।

উল্লেখ্য, হংকংকে ১৯ গোলে উড়িয়ে টুর্নামেন্টে দুর্দান্ত সূচনা করে বাংলাদেশ পুরুষ দল। দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৯ গোলে, তৃতীয় ম্যাচে ১১ গোলে মায়ানমারকে ও চতুর্থ ম্যাচে ফিজিকে ৯ গোল দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় তারা। আর প্রি-কোর্য়াটারে চাইনিজ তাইপেকে ১২ গোল আর কোর্য়াটারে নেপালকে ছয় গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ পুরুষ দল।

(দ্য রিপোর্ট/এনপিএস/ফেব্রুয়ারি ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর