thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

কালনাঘাটে শত শত যানবাহন পারাপারের অপেক্ষায়

২০১৭ ফেব্রুয়ারি ২২ ১৬:৩৪:৪২
কালনাঘাটে শত শত যানবাহন পারাপারের অপেক্ষায়

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে কালনা ফেরিঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছে শত শত যানবাহন। আর যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় নদী পারাপারে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

মাগুরার সীমাখালী সেতু ভেঙে যাওয়ায় ওই রাস্তায় চলাচলকারী যানবাহনের একটি অংশ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কালনা ফেরি দিয়ে নড়াইল হয়ে যশোর, মাগুরা, খুলনা, সাতক্ষীরা প্রভৃতি এলাকায় যাচ্ছে। অপরদিকে তার সঙ্গে যোগ হয়েছে বিশ্ব জাকের মঞ্জিলের ওরশ থেকে ফেরা যাত্রীবাহী বাস।

গত কয়েকদিন ধরে কালনা ঘাটের দুটি ফেরীর একটি নষ্ট হয়ে পড়ে রয়েছে। একটি ফেরী দিয়ে যানবাহন পারাপারে সমস্যা হচ্ছে। এ কারণে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকগুলো পারাপার হচ্ছে।

এদিকে মধুমতি নদীতে পানি কমে যাওয়ায় অসংখ্য ডুবোচরের কারণে ফেরী চলাচলে বিঘ্ন ঘটছে। ঘাটের দুই পাড়ে অন্তত ৫ শতাধিক যাত্রীবাহী বাস ও ট্রাক আটকা পড়েছে। কখন এসব যানবাহন পারাপার হতে পারবে তা অনিশ্চিত হয়ে পড়েছে।

কালনা ঘাটের ইজারাদার মঞ্জুরুল ইসলাম মঞ্জু দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এপি/ফেব্রুয়ারি ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর