thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

ফের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি হারুন-অর-রশিদ

২০১৭ ফেব্রুয়ারি ২২ ১৭:০৩:৫৯
ফের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি হারুন-অর-রশিদ

দ্য রিপোর্ট প্রতিবেদক : ফের জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) নিয়োগ পেয়েছেন অধ্যাপক হারুন-অর-রশিদ। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদে আরও ৪ বছরের (মার্চ ২০১৭ থেকে মার্চ ২০২১) জন্য উপাচার্য পদে নিয়োগ দিয়েছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (২২ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ২০১৩ সালের ৫ মার্চ চার বছরের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দিয়ে আদেশ জারি করেছিল শিক্ষা মন্ত্রণালয়।

হারুন-অর-রশিদ ১৯৭৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। সেখান থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যোগ দেন। তিনি সিলেকশন গ্রেড প্রফেসর।

সাঁইত্রিশ বছরের শিক্ষকতা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের প্রভোস্ট, সামাজিক বিজ্ঞান অনুষদের ৩ বার নির্বাচিত ডিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (২০০৯ থেকে ২০১২ সাল), বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির জেনারেল সেক্রেটারি, অধ্যাপক শামসুল হক শিক্ষা কমিটির সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

(দ্য রিপোর্ট/আরএমএম/এপি/ফেব্রুয়ারি ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর