thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

পরিকল্পনামন্ত্রীর সঙ্গে বিশ্ব ব্যাংক কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ

২০১৭ ফেব্রুয়ারি ২২ ১৮:১৮:৪২
পরিকল্পনামন্ত্রীর সঙ্গে বিশ্ব ব্যাংক কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ

দ্য রিপোর্ট প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে বুধবার তাঁর দফতরে বাংলাদেশে বিশ্ব ব্যাংক কান্ট্রিডাইরেক্টর চিমিয়াও ফ্যান সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিশেষ করে বাংলাদেশে বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় চলমান বিভিন্ন উন্নয়ন কর্মসূচির অগ্রগতি নিয়ে মতবিনিময় করেন।

নিয়মিত বৈঠকের অংশ হিসেবে বৈঠকে বিশ্ব ব্যাংক কান্ট্রি ডাইরেক্টর বাংলাদেশে চলমান উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন অগ্রগতির প্রশংসা করেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে চলমান অগ্রগতি আরও বেগবান করতে উন্নয়ন অংশিদারদের সহযোগিতার প্রয়োজনীয়তা অপরিহার্য। তিনি বাংলাদেশে বিশ্ব ব্যাংকের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন এবং আগামী দিনগুলোতে অধিকতর সহযোগিতায় বিশ্ব ব্যাংক এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

(দ্য রিপোর্ট/জেজে/এপি/ফেব্রুয়ারি ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর