thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

ডা. আশরাফ হোসেন খান স্মৃতি সংসদ ও গবেষণা কেন্দ্র

২০১৭ ফেব্রুয়ারি ২২ ১৮:৩০:৪১
ডা. আশরাফ হোসেন খান স্মৃতি সংসদ ও গবেষণা কেন্দ্র

খুলনা ব্যুরো : খুলনায় ভাষা সৈনিক মরহুম ডা. আশরাফ হোসেন খানের নামে স্মৃতি সংসদ গঠন ও গবেষণা কেন্দ্র গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) গঠন করা হয় ‘ভাষা সৈনিক ডা. আশরাফ হোসেন খান স্মৃতি সংসদ ও গবেষণা কেন্দ্র’। এ সময় সর্বসম্মতিক্রমে উপসচিব সৈয়দ রবিউল আলম সোহেলকে সভাপতি, বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. মাহমুদ হোসেনকে সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার মিথুন মাহফুজকে সাংগঠনিক সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

মরহুম ডা. আশরাফ হোসেন খান ছিলেন ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গ করে ঢাকার রাজপথের মিছিলে তিনিও সামিল ছিলেন। সে সময় তিনি ছিলেন ঢাকা মেডিকেল কলেজের ছাত্র (কে-৭ ব্যাচ)। ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর ছিলেন ডা. আশরাফ হোসেন খান। ১৯৬৯-এর গণ অভ্যূত্থানের প্রাক্কালে সামরিক আইনে আটক হয়ে তিনি খুলনা জেরা কারাগারে অন্তরীণ ছিলেন। তিনি তদানীন্তন খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ১৯৭২ সালে খুলনা জেলা রেডক্রসের প্রথম মহাসচিব নিযুক্ত হন।

ডা. আশরাফের স্মৃতির রক্ষার্থেই গঠন করা হয়েছে ‘ভাষা সৈনিক ডা. আশরাফ হোসেন খান স্মৃতি সংসদ ও গবেষণা কেন্দ্র’।

(দ্য রিপোর্ট/জেডটি/ফেব্রুয়ারি ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর