thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৭ শাওয়াল 1445

মান বাঁচাল অস্ট্রেলিয়া

২০১৭ ফেব্রুয়ারি ২২ ১৯:০৩:১৪
মান বাঁচাল অস্ট্রেলিয়া

দ্য রিপোর্ট ডেস্ক : ঘরের মাঠে তিন ম্যাচের টি২০ সিরিজটি আগেই হাতছাড়া হয়েছিল স্বাগতিক অস্ট্রেলিয়ার। তবে শেষ ম্যাচে সফরকারী শ্রীলঙ্কাকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়ে মান বাঁচিয়েছে তারা। বুধবার (২২ ফেব্রুয়ারি) স্বাগতিকরা জয় পেয়েছে ৪১ রানে। এই সুবাদে সফরকারীরা সিরিজ জয় করেছে ২-১ ব্যাবধানে।

অ্যাডিলেড ওভালে এদিন অস্ট্রেলিয়ার দেওয়া ১৮৮ রানের লক্ষ্যে ব্যাট করেতে নেমে ১৮ ওভারে ১৪৬ রানে গুটিয়ে যায় লঙ্কান শিবির। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেছেন অধিনায়ক উপল থারাঙ্গা। এছাড়া ৩৫ রান আসে মিলিন্দ সিরিবর্ধনের ব্যাট থেকে।

অস্ট্রেলিয়ার পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন জেমস ফকনার ও অ্যাডাম জাম্পা। আর একটি করে উইকেট নিয়েছেন জাই রিচার্ডসন ও ট্রারভিস হেড।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে স্বাগতিক অস্ট্রেলিয়া। দলের পক্ষে এদিন দারুণ ব্যাটিং কেরেছেন দুই ওপেনার ফিঞ্চ ও মাইকেল ক্নিঞ্জার। ওপেনার মাইকেল ক্নিঞ্জার ৪৩ বলে করেছেন সর্বোচ্চ ৬২ রান। আর ফিঞ্চ ৩২ বলে করেছে ৫৩ রান। এছাড়া বেন ডাঙ্ক করেছেন ২৮ ও হেড করেছেন ৩০ রান।

লঙ্কানদের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন লাসিথ মালিঙ্গা ও দাসুন শানাকা।

ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন জাম্পা। আর সিরিজ সেরার পুরস্কার জিতেছেন আসেলা গুনারত্নে।

(দ্য রিপোর্ট/এজে/ফেব্রুয়ারি ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর