thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

‘রাজনৈতিক পরিস্থিতি অনুধাবন করতে খালেদার সঙ্গে বৈঠক’

২০১৭ ফেব্রুয়ারি ২২ ১৯:৫৩:৫৬
‘রাজনৈতিক পরিস্থিতি অনুধাবন করতে খালেদার সঙ্গে বৈঠক’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট বলেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দেখা করা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি অনুধাবন করা একজন রাষ্ট্রদূত হিসাবে এটা আমার দায়িত্ব। সম্প্রতি আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেছি। এরই ধারাবাহিকতায় আজ সন্ধ্যায় আমি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেছি।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বার্নিকাট বলেন, খালেদা জিয়ার সঙ্গে সাধারণভাবে আমরা একে অপরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। ভবিষ্যতেও আমি অন্যান্য রাজনৈতিকদলের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবো।

বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএইচ/এপি/ফেব্রুয়ারি ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর