thereport24.com
ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৮ শাওয়াল 1445

তাসকিনের পথপ্রদর্শক মাশরাফি

২০১৭ ফেব্রুয়ারি ২২ ১৯:৫১:৪১
তাসকিনের পথপ্রদর্শক মাশরাফি

দ্য রিপোর্ট প্রতিবেদক : ক্রিকেটে পেস বোলারদের ক্ষেত্রে ইনজুরি যেন নিত্য সঙ্গি। এ ক্ষেত্রে তা থেকে এখনও অনেকটা দূরে আছেন বাংলাদেশ জাতীয় দলের তরুণ পেসার তাসকিন আহমেদ। এর রহস্য কি? বুধবার (২২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের তা জানিয়েছেন তিনি। তাসকিনের ভাষায়, ‘এই ক্ষেত্রে মাশরাফি ভাই আমার পথপ্রদর্শক।’ কারণ, জাতীয় দলের সিমিত ওভারের অধিনায়কই তাসকিনকে শিখিয়েছেন, ইনজুরি থেকে বাঁচার মূল মন্ত্র আর মানসিকভাবে শক্ত থাকার কথাটা।

মিরপুরে ইনজুরি প্রসঙ্গে কথা বলতে গিয়ে মাশরাফি বিন মর্তুজাকে স্মরণ করে সাংবাদিকদের তাসকিন বলেছেন, ‘সত্যি কথা বলতে আমি খুব ভাগ্যবান। ইনজুরি জিনিসটা এমন, সিঁড়িতে হাঁটার সময়ও পা মচকে যেতে পারে। হ্যা, আমি অনেক হার্ডওয়ার্ক করছি। তবে মূল ব্যাপার— আল্লাহর রহমত। আল্লাহ পাকের অশেষ রহমতে সুস্থ আছি। এটাই মূল ব্যাপার। এখন আমি ইনজুরি নিয়ে কমই চিন্তা করি। মানসিকভাবে শক্ত থাকাটা জরুরি। এই ক্ষেত্রে মাশরাফি ভাই আমার পথপ্রদর্শক। তিনি বলছেন, এটা নিয়ে বেশি ভাবতে না করছেন। সব কিছুতে মাশরাফি ভাই-ই আমার মেন্টর। আমার লাইফ স্টাইল, সব কিছুতে। টেস্টে মাশরাফি ভাইকে মিস করি। তিনি থাকলে ভালো হতো। মাঠে অভিভাবক পেয়ে যেতাম।’

এই মুহূর্তে তাসকিনের ফিটনেস কেমন? জানতে চাইলে তিনি বলেছেন, ‘আল্লাহর রহমতে ভালো আছি। অনেক কিছু মেইনটেইন করতে হচ্ছে। ফিট থাকা কঠিন একটা কাজ। টি২০ ও ওয়ানডের চেয়ে টেস্টে অনেক বেশি প্রেশার পড়ে।’

‘ফিজিক্যালি ফিট থাকাটা খুব গুরুত্বপূর্ণ। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ মানসিক শক্তিটা। আমি তাই ফিজিক্যালি শক্ত থাকার পাশাপাশি মানসিকভাবে শক্ত থাকার জন্যও চেষ্টা করছি। সিনিয়রদের সঙ্গে কথা বলছি। মাশরাফি ভাইয়ের সঙ্গেও কথা বলেছি। সবচেয়ে বড় কথা হলো মানসিকভাবে শক্ত থাকা।’ যোগ করেন তাসকিন।

সম্প্রতি নিউজিল্যান্ড সফরে টেস্ট অভিষেক হয়েছে তাসকিনের। এ পর্যন্ত টেস্ট খেলেছেন মোট ৩ টি। এর মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ২টি আর ভারতের বিপক্ষে ঐতিহাসিক একটি টেস্ট। তিন টেস্টে সব মিলিয়ে তার উইকেটের সংখ্যা ৫ টি। এর মধ্যে ৬ ইনিংসে বল করেছেন মোট ৯৪ ওভার।

এই তিন টেস্টে নিজের বোলিং পারফরমেন্স ব্যাখ্যা করতে গিয়ে তাসকিন বলেছেন, ‘আসলে ব্যক্তিগতভাবে খুব খুশি না। কিন্তু সবচেয়ে বড় কথা, দুঃখজনকভাবে তিনটা টেস্টই হেরেছি। আমি তিনটাই খেলেছি। আশা করি সামনে সব কিছু ভালো হবে। আল্লাহ রহমত করলে ভালো কিছু হবে। এমন প্রত্যাশা নিয়েই শ্রীলঙ্কা যাবো।’

টেস্ট অভিষেকের তো অনেক ওভার বোলিং করেছেন, নিজের কাছে কেমন মনে হয়েছে? জানতে চাইলে তাসকিন বলেছেন, ‘আল্লাহর রহমতে অনেক ভালো মনে হয়েছে। প্রতিটি ম্যাচে আমি ৩০ ওভার, ৩৫ ওভার বোলিং করেছি। আগের চেয়ে ভালো না হলে এটা করতে পারতাম না। আল্লাহর রহমতে ভালো আছি। পেসাররা আসলে কখনোই শতভাগ ফিট থাকতে পারে না। কিছুটা ব্যথা-ট্যাথা থাকেই। কিভাবে সব মেইনটেনইন করে খেলতে হয়, সে ব্যাপারে আমরা জানতে পারছি। আমাদের ভালো ট্রেনার আছে, তারা আমাদের পরামর্শ দিচ্ছেন। এভাবে চলতে থাকলে আশা করি, সামনে আরো বেশি বোলিং করতে পারবো।’

এদিকে শ্রীলঙ্কা সফরে কতটা ইতিবাচক ফল আশা করছেন তাসকিনরা? জানতে চাইলে তিনি বলেছেন, ‘শেষ কয়েকটি সিরিজের ভুলগুলো সামনে শোধরাতে চাই। সেটা পারলে, আশা করি শ্রীলঙ্কায় ভালো ফলাফল হবে। আমিও ব্যক্তিগতভাবে শ্রীলঙ্কা ভালো কিছু করতে চাই।’

(দ্য রিপোর্ট/এজে/ফেব্রুয়ারি ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর