thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

সেভিয়া-জুভেন্টাসের জয়

২০১৭ ফেব্রুয়ারি ২৩ ১১:১৭:৪৪
সেভিয়া-জুভেন্টাসের জয়

দ্য রিপোর্ট ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের ভিন্ন ভিন্ন ম্যাচে জয় পেয়েছে জুভেন্টাস ও সেভিয়া। শেষ ষোলোর প্রথম লেগে পোর্তোকে ২-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। আর অপর ম্যাচে ২-১ ব্যবধানে লেস্টার সিটিকে হারিয়েছে সেভিয়া।

বুধবার রাতে পোর্তোর মাঠে আতিথ্য নেয় জুভিরা। তবে প্রথমার্ধ গোলশূন্যই থাকে অতিথিরা। ম্যাচের ২৭তম মিনিটে দু’বার ফাউল করার পোর্তোর ফুটবলার অ্যালেক্স নিকোলাও লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

বিরতির পর ৭২তম মিনিটে প্রথম গোলের দেখা পায় জুভেন্টাস। মার্কো পাজাকা গোল করে দলকে লিড এনে দেন। এর দুই মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন ১ মিনিট আগে বদলি হিসেবে মাঠে নামা দানি আলভেস। ম্যাচ শেষে ২-০ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে জুভিরা।

১৯৯৩ সালের পর ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে এই প্রথম ইতালির কোনো দলের কাছে হারলো পর্তুগালের দল পোর্তো।

দিনের অন্য ম্যাচে সেভিয়ার মাঠে ২-১ গোলে হেরেছ ইংলিশ চ্যাম্পিয়ন লেস্টার সিটি। ব্যবধান হতে পারতো আরও বড়। চতুর্দশ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে পারেননি হোয়াকিন কোরেয়া। দ্বিতীয়ার্ধে দুবার স্বাগতিকদের শট পোস্টে লেগে ব্যর্থ হয়।

প্রথমার্ধে পাবলো সারাবিয়া এগিয়ে নেন স্পেনের দল সেভিয়াকে। দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড কোরেয়া। ইংলিশ প্রিমিয়ার লিগে অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা লেস্টারের হয়ে ব্যবধান কমান জেমি ভার্ডি।

(দ্য রিপোর্ট/এনপিএস/এনআই/ফেব্রুয়ারি ২২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর