thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

নিউইয়র্কে বাংলাদেশি রিয়েল এস্টেট ব্যবসায়ী খুন

২০১৭ ফেব্রুয়ারি ২৩ ১১:৪৯:১৯
নিউইয়র্কে বাংলাদেশি রিয়েল এস্টেট ব্যবসায়ী খুন

দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি রিয়েল এস্টেট ব্যবসায়ী খুন হয়েছেন। নিহত ওই ব্যবসায়ীর নাম জাকির খান (৪৪)।

বুধবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাংলাদেশি-অধ্যুষিত ব্রঙ্কসে এই খুনের ঘটনা ঘটে।

জাকিরের গ্রামের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার পাঠানটিলা গ্রামে। ১৯৯২ সালে যুক্তরাষ্ট্রে অভিবাসন নেন তিনি। জাকিরের স্ত্রী ও তিন সন্তান রয়েছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, জাকির খানের বাড়িওয়ালাই তাকে ছুরিকাহত করেন। পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিউয়র্কভিত্তিক বাংলা অনলাইন নিউজপোর্টাল খবর ডটকম এ খবর জানিয়েছে।

নিহতের সঙ্গে ঘনিষ্ঠ এক সূত্র জানান, যে বাড়িতে ভাড়া থাকতেন জাকির খান সেই বাড়িওয়ালাই তাকে ছুরিকাহত করা হয় । পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ব্রঙ্কস পুলিশের জানিয়েছে, বাড়িওয়ালা-ভাড়াটিয়া দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা ৬টায় ৯১১-এ কল পাওয়ার পর তারা ব্রঙ্কসের থ্রঙ্গস নেক সেকশনের বাড়িটিতে যায়। সেখানে তারা দেখতে পায় জাকির খানের শরীরে বেশ কয়েকটি ছুরিকাঘাত করা হয়েছে। দ্রুত তাকে জ্যাকোবি মেডিকেল সেন্টারে নেওয়া হলে চিকিৎসকরা তার মৃত্যু নিশ্চিত করেন।

৫১ বছর বয়সী ওই বাড়িওয়ালাকে পুলিশ এরই মধ্যে আটক করে কাস্টডিতে নিয়েছে বলেও খবরে জানানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এম/ফেব্রুয়ারি ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর