thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

মাদারীপুরে ৪৫০ কেজি জাটকা জব্দ

২০১৭ ফেব্রুয়ারি ২৩ ১২:৪৫:২৯
মাদারীপুরে ৪৫০ কেজি জাটকা জব্দ

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে অভিযান চালিয়ে ৪৫০ কেজি জাটকা জব্দ করেছে সদর থানা পুলিশ। এ সময় দুজনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করার পাশাপাশি দুজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২৩) সকালে আটকদের ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. শফিউর রহমান এক বছর করে কারাদণ্ড দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- কালকিনি উপজেলার কাজীকান্দি গ্রামের লোকমান সরদারের ছেলে জসিম সরদার (৩৮) ও সিডিখান এলাকার এসকেনদার আলী বেপারীর ছেলে বেলায়েত হোসেন বেপারী (৩৫)।

মাদারীপুর সদর মডেল থানার এএসআই মো. এসকেনদার আলী দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, সদর উপজেলার মস্তফাপুর থেকে একটি পিকআপবোঝাই জাটকা জব্দ করা হয়। এ সময় দুজনকে আটক করা হয়েছে। আটককৃতদের কারাদণ্ড দেওয়ার পর তাদের কারাগারে প্রেরণ করা হয়। জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

তিনি আরও জানান, জাটকা ধরা ও বিক্রি বন্ধে নিয়মিত এ অভিযান চলবে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এম/এনআই/ফেব্রুয়ারি ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর