thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

সম্প্রচারের আগে এক ঝলক

২০১৭ ফেব্রুয়ারি ২৩ ১৩:৩৫:২২
সম্প্রচারের আগে এক ঝলক

দ্য রিপোর্ট প্রতিবেদক : এনটিভিতে আজ (২৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হতে যাচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘পোস্ট গ্রাজুয়েট’। আসাদ জামান ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজের যৌথ রচনায় নাটকটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। গতকাল সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সে নাটকটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন নাটকের পরিচালক রাজ, অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি, সাজু খাদেম, আজমেরি আশা, শাহানাজ খুশি, জয়রাজ, তাসনুভা তিশা, আরফান, ডা. এজাজুল ইসলাম, সোহেল খান, সিদ্দিকুর রহমানসহ বেশ কয়েকজন শিল্পী।

‘পোস্ট গ্রাজুয়েট’ মূলত ‘গ্রাজুয়েট’ নাটকের সিক্যুয়েল। প্রথম ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন জাহিদ হাসান। এবার প্রধান ভূমিকায় আছেন চঞ্চল চৌধুরী। নাটকটি এনটিভিতে সপ্তাহের প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে।

নাটকটিতে আরো অভিনয় করছেন- ফারহানা মিলি, সাজু খাদেম, আজমেরি আশা, শাহানাজ খুশি, জয়রাজ, ফারুক আহমেদ, হাসান মাসুদ, তাসনুভা তিশা, আরফান, ডা. এজাজুল ইসলাম, সোহেল খান, সিদ্দিকুর রহমান, বাবর, আমিরুল হক প্রমূখ।

নাটকের গল্পে দেখা যাবে- জীবনের শুরুতে একজন যুবক থাকে গ্র্যাজুয়েট ব্যাচেলর। তারপর সে বিয়ে করে। বিবাহিত জীবনে তার সাথে স্ত্রীর ঝামেলা হয়। স্ত্রী তাকে রেখে বাপের বাড়ি চলে যায়। তখন সে হয় বিবাহিত ব্যাচেলর। ব্যাচেলর-বিয়ে-বিবাহিত ব্যাচেলর এই চক্রটাই তার জীবনে ঘুরতে থাকে।

(দ্য রিপোর্ট/পিএস/ফেব্রুয়ারি ২০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর