thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

বইমেলায় রুদ্র হকের ‘নাক নেই’

২০১৭ ফেব্রুয়ারি ২৩ ১৪:১৯:০৯
বইমেলায় রুদ্র হকের ‘নাক নেই’

দ্য রিপোর্ট প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ হয়েছে রুদ্র হকের কবিতাগ্রন্থ ‘নাক নেই’। এটি প্রকাশ করেছে ‘ঐতিহ্য’। পাওয়া যাচ্ছে মেলায় সোহরাওয়ার্দী উদ্যান অংশের ঐতিহ্যের ৪৩০ নাম্বার স্টলে।

এছাড়া বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘লিটল ম্যাগ চত্বর’-এ ‘লোক’ও ‘সব্যসাচী’র স্টলেও পাওয়া যাচ্ছে বইটি। প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। কমিশন পরবর্তী বইটির মূল্য ১০০ টাকা।

রুদ্র হক বলেন, ‘নাক নেই’ নামটি আমাদের চিরায়ত বিষন্নতার প্রতীক। বিচ্ছিন্নতা ও উন্মোচনের দিকে ক্রমাগত যেতে যেতে আমাদের ইন্দ্রিয়গুলো ক্রমশ বিবশ হয়ে পড়ছে। আমরা ফুলের ঘ্রাণ যেমন ভুলে যেতে বসেছি, ভুলে যেতে বসেছি মানুষের ঘ্রাণও। ‘নাক নেই’ সেইসব একা ও বিষণ্ন মানুষের কথা বলছে, যারা মূলত আমরা প্রত্যেকেই।’

কবিতা লেখার পাশাপাশি রুদ্র হক সম্পাদনা করেছেন ‘ইস্টিশন’ নামের একটি লিটল ম্যাগ। পেশাগত জীবনে তিনি গণমাধ্যম কর্মী।

(দ্য রিপোর্ট/পিএস/ফেব্রুয়ারি ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর