thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

মাসুদ-মিশুক নিহতের মামলা

বাসচালকের কারাদণ্ডের প্রতিবাদে ধর্মঘট অব্যাহত

২০১৭ ফেব্রুয়ারি ২৩ ১৫:৫৬:০৮
বাসচালকের কারাদণ্ডের প্রতিবাদে ধর্মঘট অব্যাহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি : মানিকগঞ্জে সড়ক দুঘর্টনায় এটিএন নিউজের সিইও মিশুক মুনীর ও চলচ্চিত্রকার তারেক মাসুদসহ পাঁচজন নিহতের মামলায় বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলায় দ্বিতীয় দিনের মত পরিবহন ধর্মঘট অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে ধর্মঘটের সমর্থনে শ্রমিকরা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

গত বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জের একটি আদালতে রায় ঘোষণার পর চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়।

ধর্মঘটের সমর্থনে বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গার স্থানীয় শহীদ হাসান চত্বরে প্রতিবাদ সমাবেশ করেছে শ্রমিকরা।

সভায় চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি এম. জেনারেল ইসলাম বলেন, ‘পরিবহন শ্রমিকরা কারাদণ্ড মাথায় নিয়ে পরিবহন চালাতে পারবে না। চুয়াডাঙ্গা জেলার সমস্ত রুটে পরিবহন চলাচল বন্ধ রয়েছে এবং তা অব্যাহত থাকবে।

আগামী শনিবার (২৫ ফেব্রুয়ারি) যশোরে বাংলাদেশ বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক কমিটির সভা অনুষ্ঠিত হবে। সেখানে থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে পরিবহন চলাচলের ব্যপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

সংগঠনের সাধারণ সম্পাদক রিপন মন্ডল দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, পরিবহণ ধর্মঘট অব্যহত থাকবে। এদিকে পরিবহন চলাচল বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে হাজারো যাত্রীরা।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস দ্য রিপোর্টকে জানান, আদালতের রায়ের ব্যাপারে কিছু করার নেই। জেলা প্রশাসকের পক্ষ থেকে ভাঙচুর ছাড়াই শান্তিপূর্ণভাবে শ্রমিকদের আন্দোলন চালানোর অনুরোধ করা হয়েছে। পরিবহন চালানোর ব্যাপারে শ্রমিকদের সঙ্গে বৈঠকের কোন সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

উল্লেখ্য, ২০১১ সালের ১৩ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের জেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এটিএন নিউজের সিইও মিশুক মনির ও চলচ্চিত্রকার তারেক মাসুদসহ পাঁচজন নিহত হন। এতে আহত হন আরও চারজন। এ ঘটনায় একটি মামলা হয়। এ মামলাল একমাত্র আসামি বাসচালক জামির হোসেনকে ২২ ফেব্রুয়ারি যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন মানিকগঞ্জের আদালত।

জামির হোসেন উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় স্কুল পাড়ার মরহুম আব্দুর রহিমের ছেলে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এমকে/ফেব্রুয়ারি ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর