thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

ঢাকা বারের ভোটগ্রহণ শেষ

২০১৭ ফেব্রুয়ারি ২৩ ১৭:০৬:২৩
ঢাকা বারের ভোটগ্রহণ শেষ

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০১৭-১৮ বছরের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শুরু হয়ে ১ ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টায় শেষ হয়।

এর আগে গতকাল বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয় এবারের নির্বাচনের প্রথমদিনের ভোটগ্রহণ। চলে বিকেল ৫টা পর্যন্ত। প্রথমদিনে ৩ হাজার ৫১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এ নির্বাচনের জন্য ঘোষিত তফসিল অনুযায়ি ২০১৭-২০১৮ বছরের কার্যকরী পরিষদের জন্য ২৭টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ২৭টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১২টি সম্পাদকীয় পদ ও ১৫টি কার্যনির্বাহী সদস্য পদ রয়েছে।

নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুটি প্যানেলের মধ্যে। একটি হচ্ছে আওয়ামী লীগ ও তাদের সমমনা সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল। অপরটি বিএনপি ও তাদের সমমনাদের সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নীল প্যানেল। এ নির্বাচনে সাদা প্যানেলের নেতৃত্বে রয়েছেন সভাপতি পদে এ্যাডভোকেট আবদুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে এ্যাডভোকেট মো. আইয়ুবুর রহমান। অপরদিকে নীল প্যানেলের নেতৃত্বে রয়েছেন- এ্যাডভোকেট মো. খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক পদে এ্যাডভোকেট মো. আজিজুল ইসলাম খান (বাচ্চু)।

২০১৭-১৮ মেয়াদে সম্পাদকীয় পদে সাদা প্যানেলের প্রার্থীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে এ্যাডভোকেট কাজী শাহিনারা ইয়াসমিন, সহ-সভাপতি পদে মো. মনজুর আলম মনজু, ট্রেজারার পদে মো. হাসিবুর রহমান দিদার, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান খান দিপু, সহ-সাধারণ সম্পাদক পদে মো. কামাল হোসেন পাটোয়ারি, লাইব্রেরি সম্পাদক পদে মো. মনোয়ারুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক পদে এ্যাডভোকেট আফরোজা ফারহানা আহমেদ অরেঞ্জ, দফতর সম্পাদক পদে আব্দুর রশিদ, সমাজকল্যাণ সম্পাদক পদে প্রহ্লাদ চন্দ্র সাহা পলাশ এবং ক্রীড়া (খেলাধুলা) সম্পাদক পদে সাদিয়া আফরিন শিল্পী।

সাদা প্যানেলের ১৫টি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ্যাডভোকেট মাহমুদুল হাসান অমি, মো. আল-আমিন সরকার, মো. খোরশেদ আলম পরভেজ, মো. মোস্তাফিজুর রহমান সুজন, মির্জা মো. জামাল হোসেন, মোহাম্মদ খায়েরুল ইসলাম, মো. মোশারফ হোসেন ভুইয়া মিশু, মো. সাইফুজ্জামান টিপু, মো. আহসান হাবিব, সাবিনা আক্তার দিপা, সাদিয়া আফরোজা, শেখ সাইদুর রহমান সুমন, সজয় চক্রবর্তী, সুমন মিয়া ও ওয়ায়েস আহমেদ কায়েস।

অন্যদিকে সম্পাদকীয় পদে নীল প্যানেলের প্রার্থীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে মো. রুহুল আমিন, সহ-সভাপতি পদে এ্যাডভোকেট কাজী মো. আব্দুল বারিক,ট্রেজারার পদেমো. লতিফুর রহমান আযাদ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মো. সারয়ার কায়সার (রাহাত), সহ-সাধারণ সম্পাদক পদে সৈয়দ নজরুল ইসলাম, লাইব্রেরি সম্পাদক পদে আবুল কালাম আযাদ, সাংস্কৃতিক সম্পাদক পদে এ্যাডভোকেট শাহনাজ বেগম শিরিন, দফতর সম্পাদক পদে মো. আফানুর রহমান (রুবেল), সমাজকল্যাণ সম্পাদক পদে এমএবিএম খাইরুল ইসলাম (লিটন) এবং ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ জহিরুল ইসলাম (কাইয়ুম)।

নীল প্যানেলের ১৫টি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- এ্যাডভোকেট আরিফ হোসাইন তালুকদার, মো. আনোয়ার পারভেজ কাঞ্চন, মো. শহিদুল্লাহ, মো. শাহীন হোসেন, মো. শওকত উল্লাহ, মোহাম্মাদ আবুল কাশেম, মোস্তফা সারওয়ার মুরাদ, মোস্তারী আক্তার নূপুর, মিনারা বেগম, জেবুননেছা খানম জীবন, পান্না চৌধুরী, শাহনাজ পারভীন, সৈয়দ মোহাম্মদ আমিনুল হোসাইন পান্নু এবং তামান্না খানম এরিন।

(দ্য রিপোর্ট/এমএম/এস/এপি/ফেব্রুয়ারি ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর