thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

গ্যাসের দাম বৃদ্ধি : রাতে বিএনপির জরুরি সংবাদ সম্মেলন

২০১৭ ফেব্রুয়ারি ২৩ ১৮:৪৬:০৯
গ্যাসের দাম বৃদ্ধি : রাতে বিএনপির জরুরি সংবাদ সম্মেলন

দ্য রিপোর্ট প্রতিবেদক : গ্রাহক পর্যায়ে বাসাবাড়িতে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণায় বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে জরুরি সংবাদ সম্মেলনে আহ্বান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে বক্তব্য রাখবেন।

বিএনপির এই জরুরি সংবাদ সম্মেলনের বিষয়টি দ্য রিপো্র্ট টুয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

গ্যাসের মূল্য বাড়ানোর প্রতিবাদ জানাতে এ সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কার্যালয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেন সংস্থাটির চেয়ারম্যান মনোয়ার ইসলাম।

ঘোষণা অনুযায়ী, গ্রাহক পর্যায়ে বাসাবাড়িতে গ্যাসের দাম দুই ধাপে বাড়ানো হচ্ছে। প্রথম দফায় (আগামী ১ মার্চ থেকে) এক চুলা ব্যবহারে গ্যাসের দাম ৭৫০ টাকা ও দুই চুলা ব্যবহারে গ্যাসের দাম হবে ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় দফায় (আগামী ১ জুন থেকে) এক চুলায় গ্যাসের দাম হবে ৯০০ টাকা এবং দুই চুলা ব্যবহারে গ্যাসের দাম হবে ৯৫০ টাকা।

(দ্য রিপোর্ট/এমএইচ/জেডটি/ফেব্রুয়ারি ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর