thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

‘গার্মেন্টস এলাকায় অনিবন্ধিত ইউনিয়ন-এনজিওর অফিস নয়’

২০১৭ ফেব্রুয়ারি ২৩ ১৯:৪২:১৭
‘গার্মেন্টস এলাকায় অনিবন্ধিত ইউনিয়ন-এনজিওর অফিস নয়’

দ্য রিপোর্ট প্রতিবেদক : আশুলিয়াসহ বিভিন্ন পোশাক শিল্প এলাকায় অনিবন্ধিত ট্রেড ইউনিয়ন, ফেডারেশন ও এনজিওর অফিস থাকবে না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

সচিবালয়ে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) শ্রম পরিস্থিতি নিয়ে পোশাক কারখানা মালিক, শ্রমিক ও সরকারের ত্রিপক্ষীয় বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন তিনি।

প্রতিমন্ত্রী বলেছেন, ‘আশুলিয়ায় অপরিকল্পিতভাবে ও শ্রমিক নেতাদের ইনভল্বমেন্ট (সম্পৃক্ততা) ছাড়া আনরেস্টের (অসন্তোষের) সৃষ্টি হয়েছিল। সেই পরিস্থিতি নিয়ে শ্রমিক নেতাদের সঙ্গে আমাদের দূরত্ব সৃষ্টি হয়েছিল। সেই দূরত্ব কমানো এবং পোশাকখাতে যেন ক্ষতিকর কিছু হতে না পারে সেজন্য এই খাতের সঙ্গে জড়িতদের সঙ্গে গত কয়েক দিন বৈঠক করে শ্রমিক, মালিক ও সরকার যৌথভাবে সমঝোতায় এসেছি।’

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের ঘটনার সময় মালিক পক্ষ কিছু মামলা করেন জানিয়ে মুজিবুল হক বলেছেন, ‘বেশ কিছু শ্রমিক নেতা গ্রেফতার হন। বেশিরভাগই জামিনে মুক্ত হয়েছেন। আর কয়েকজন থাকতে পারেন; আশা করি, খুব শিগগিরই তারা মুক্তি পাবেন। মামলাগুলোও সরকারের পক্ষ থেকে আইনানুগভাবে কীভাবে শেষ করা যায় সেই চিন্তা চলছে এবং এ বিষয়ে আমরা দেখছি।’

শ্রম প্রতিমন্ত্রী আরো বলেছেন, ‘আশুলিয়া ও গাজীপুর এলাকায় পোশাক কারখানাকে কেন্দ্র করে অনেক অনিবন্ধিত ট্রেড ফেডারেশন, বিভিন্ন এনজিও, যাদের এখানে কোনো কাজ নেই, তারাও সেখানে অফিস করে বিভিন্ন সময় বিভিন্নভাবে শ্রমিকদেরকে বিভ্রান্ত করেন। আমরা ঐক্যমত্যে এসেছি আশুলিয়াসহ বিভিন্ন গার্মেন্টস এলাকায় কোনো রকম আনরেজিস্ট্রার্ড (অনিবন্ধিত) ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনের অফিস থাকবে না এবং কোনো এনজিওর অফিস থাকবে না। যারা নাকি রেজিস্ট্রার্ড ইউনিয়ন, গুড লেবার প্র্যাকটিস করছেন, তাদের অফিস সেখানে থাকবে। এতে সরকারের কোনো আপত্তি নাই।’

তিনি বলেছেন, ‘রেজিস্ট্রার্ড ফেডারেশন বা ট্রেড ইউনিয়নের রাইট আছে। তারা অফিস করতে পারেন।’

চাকরিতে পুনর্বহাল ও পাওনা পরিশোধ করা হবে

আশুলিয়ায় শ্রমিক অসেন্তোষের ঘটনায় বেশ কয়েকজন শ্রমিককে ছাঁটাই করা হয়েছিল জানিয়ে প্রতিমন্ত্রী বলেছেন, ‘যেসব শ্রমিকদের বিরুদ্ধে শ্রম আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছিল, শ্রমিকদের পাওনা পরিশোধ না করা হলে আমরা দায়িত্ব নিয়ে শ্রমিকদের পাওনা পরিশোধের ব্যবস্থা করব।’

এ সময় উপস্থিত পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি সিদ্দিকুর রহমান জানান, আশুলিয়ায় শ্রমিক অসেন্তোষের ঘটনায় প্রায় এক হাজার ৫০০ শ্রমিককে সাময়িকভাবে ছাঁটাই করা হয়েছে।

কর্মসংস্থান প্রতিমন্ত্রী আরও বলেছেন, ‘সাময়িকভাবে বরখাস্ত কেউ যদি চাকরি করতে চান, শ্রম আইন অনুযায়ী তাদের যাতে চাকরিতে পুনবর্হাল করা হয় সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি।’

অ্যাপারেল সামিট ২৫ ফেব্রুয়ারি

মুজিবুল হক চুন্নু আর বলেছেন, ‘আগামী ২৫ ফেব্রুয়ারি অ্যাপারেল সামিট হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করবেন। অ্যাপারেল ওয়ার্কার্স সামিট ২৪ ফেব্রুয়ারি করার ঘোষণা থাকলেও শ্রমিকদের পক্ষ থেকে তা পেছানো হয়েছে। পরে এটি করা হবে। আমরা সহযোগিতা করব।’

বাংলাদেশের পোশাক খাতের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে ‘ঢাকা অ্যাপারেল সামিট-২০১৭’ আয়োজন করছে বিজিএমইএ।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি ও ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের চেয়ারম্যান আমিরুল হক আমিন বলেছেন, ‘২০২১ সালে পোশাক খাতের রপ্তানি ৫০ বিলিয়ন করার টার্গেট আছে। এর সঙ্গে আমরা শ্রমিক সংগঠনগুলো একমত। আমরা সেখানে সহযোগিতা করতে চাই। এর সঙ্গে শ্রমিকদের জীবনমানেরও উন্নয়ন চাই।’

তিনি আরো বলেছেন, ‘রেজিস্ট্রার্ড ফেডারেশন যেগুলো আছে, আশুলিয়াসহ অন্য অঞ্চলে চালু করতে পারবে। আশুলিয়ার অস্বাভাবিক পরিস্থিতির কারণে ওই অফিসগুলো বন্ধ আছে। আমরা আশা করছি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) থেকে ওইসব অফিসের কার্যক্রম চালু করতে পারব।’

বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেছেন, ‘কিছুদিন আগে আশুলিয়ার কিছু কারখানায় অবৈধভাবে কিছু শ্রমিক কাজ বন্ধ করেছে। পরিস্থিতি অবনতির দিকে গেলে ফ্যাক্টরি বন্ধ করি। ফ্যাক্টরি খোলার দিন ৯৫ শতাংশ শ্রমিক উপস্থিত ছিল।’

তিনি আরো বলেছেন, ‘যে কোনো নিরীহ শ্রমিক বা নেতা কোনোভাবেই গ্রেফতার থাকুক তা আমরা চাই না। অফিসগুলো বন্ধ করা হয়েছিল। রেজিস্টার্ড ফেডারেশনের অফিস খুলে দেওয়া হবে।’

সংবাদ সম্মেলনে জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ ছাড়াও পোশাক শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/আরএমএম/জেডটি/ফেব্রুয়ারি ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর