thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

এমপি লিটন হত্যা : রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি

২০১৭ ফেব্রুয়ারি ২৩ ২১:৪৫:২৭
এমপি লিটন হত্যা : রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি

গাইবান্ধা প্রতিনিধি :গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় গ্রেফতার কিলিং মিশনের অন্যতম সদস্য আনোয়ারুল ইসলাম রানা (২৮) ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আদালতে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে পুলিশ সুপারের কার্যালয় থেকে রানাকে জবানবন্দি দেওয়ার জন্য গাইবান্ধা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত আদালতের বিচারক মো. জয়নুল আবেদিন তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

এর আগে, আনোয়ারুল ইসলাম রানাকে বুধবার সন্ধ্যায় ঢাকার একটি বাসা থেকে গ্রেফতার করে বৃহস্পতিবার সকালে পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসে পুলিশ। পরে দুপুরে জেলা পুলিশের আয়োজনে সংবাদ সম্মেলনে তাকে গ্রেফতার ও আদালতে জবানবন্দি দেওয়ার বিষয়টি জানান পুলিশ সুপার আশরাফুল ইসলাম (বিপিএম, সেবা)।

আনোয়ারুল ইসলাম রানা সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ভেলারা (কাজীর ভিটা) গ্রামের তমসের আলীর ছেলে। তার বাবা পেশায় একজন কৃষক। রানা ঢাকার একটি গার্মেন্টসে কর্মরত ছিলো।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এপি/এনআই/ফেব্রুয়ারি ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর