thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

‘দুই শিশু হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি পেতেই হবে’

২০১৭ ফেব্রুয়ারি ২৩ ২২:৩৫:১০
‘দুই শিশু হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি পেতেই হবে’

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বলেছেন, ‘আপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আমার যা যা করণীয় আমি সবই করব। সাক্ষীদের যখন ডাকা হবে তখন আপনারা শুধু সাক্ষ্যটা দ্রুত দিয়ে আসবেন, বাকি কাজ আমার করব। শিশু সুমাইয়া ও মালিহা হত্যাকাণ্ডের সাথে জড়িত বা জড়িতদের প্রত্যেককে সর্বোচ্চ শাস্তি পেতেই হবে।’

পৌর এলাকার রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, সুদের ব্যবসার কারণেই এ দুই শিশু হত্যার ঘটনা ঘটেছে। তিনি সুদের ব্যবসা বন্ধে স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান জানান।

সামবেশে নিহত সুমাইয়ার বাবা মিলন রানা ও মালিহার বাবা আব্দুল মালেক তাদের মেয়ে হত্যায় জড়িতদের দ্রুত বিচারের মাধ্যমে ফাঁসির দাবি জানান। সমাবেশে বক্তারা দ্রুত বিচার ট্রাইবুনালে এ চাঞ্চল্যকর হত্যা মামলার বিচারের দাবি জানান।

আব্দুল হান্নান মাস্টারের সভাপতিত্বে সদর মডেল থানা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক আলহাজ্ব রুহুল আমিন। সমাবেশে আরও বক্তব্য রাখেন নিহত সুমাইয়ার বাবা মিলন রানা ও মালিহার বাবা আব্দুল মালেক, চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান হানু, শিক্ষক আসলাম কবির, কাউন্সিলর আফজাল হোসেন পিন্টু, মহিলা কাউন্সিলর সিদ্দিকা সিরাজুম মনিরা, সাংবাদিক শহিদুল হুদা অলক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) চৌধুরী জোবায়ের আহম্মেদ।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এনআই/ফেব্রুয়ারি ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর