thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

সন্ধ্যায় চার মঞ্চনাটক

২০১৭ ফেব্রুয়ারি ২৪ ১১:২৭:২১
সন্ধ্যায় চার মঞ্চনাটক

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীতে আজ সন্ধ্যায় রয়েছে চারটি নাটকের মঞ্চায়ন। সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে থিয়েটার আর্ট ইউনিট মঞ্চস্থ করবে ‘মর্ষকাম’। আনিকা মাহিনের লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক বেবী।

মর্ষকাম নাটক মঞ্চায়নের আগে একই মিলনায়তনে এস এম সোলায়মানের তিনটি নাটক নিয়ে নাট্যগ্রন্থ ‘নাট্যত্রয়ী’র মোড়ক উন্মোচন করবেন নাট্যব্যাক্তিত্ব মামুনুর রশীদ।

একই সন্ধ্যায় পরীক্ষণ থিয়েটার হলে প্রাচ্যনাট মঞ্চস্থ করবে ‘ট্র্যাজেডি পলাশবাড়ি’। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। স্টুডিও থিয়েটার হলে আগুন্তুক রেপার্টরী মঞ্চস্থ করবে ‘অন্ধকারে মিথেন’। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন পান্থ শাহরিয়ার।

এছাড়া নাটক সরণীর(বেইলী রোড) মহিলা সমিতি মিলনায়তনে বটতলা মঞ্চস্থ করবে ‘ক্রাচের কর্ণেল’। শাহাদুজ্জামানের উপন্যাস থেকে নাট্যরূপ দিয়েছেন সৌম্য সরকার ও সামিনা লুৎফা নিত্রা। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার।

চারটি নাটকই পৃথক চারটি মিলনায়তনে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে। ছুটির দিনের সন্ধ্যাটা কাটাতে পারেন মঞ্চনাটকের সাথে। ঠিক করে নিন আজ সন্ধ্যায় কোন নাটক দেখবেন?

(দ্য রিপোর্ট/পিএস/ফেব্রুয়ারি ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর