thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

নতুন উচ্চতায় অশ্বিন

২০১৭ ফেব্রুয়ারি ২৪ ১২:২৫:৪৫
নতুন উচ্চতায় অশ্বিন

দ্য রিপোর্ট ডেস্ক : উড়ন্ত ফর্মে রয়েছেন ভারতীয় স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। একের পর এক রেকর্ড ছুঁয়ে চলেছেন। এবার তো ছাড়িয়ে গেলেন স্বদেশী কিংবদন্তি কপিল দেবকেও। পুনেতে চলমান প্রথম টেস্টে মিচেল স্টার্ককে ফিরিয়ে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস (২৬০) গুটিয়ে দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন টেস্টে নম্বর ওয়ান বোলার অশ্বিন।

এ মৌসুমে ঘরের মাটিতে দশ ম্যাচে ৬৪টি উউকেট তুলে নিয়েছেন অশ্বিন। এর ফলে তিনি ভেঙ্গেছেন ৩৭ বছরের পুরনো রেকর্ড। যার অধিকারী ছিলেন সাবেক ভারতীয় ক্রিকেটার কপিল দেব। তিনি ১৯৭৯-৮০ মৌসুমে ১৩ ম্যাচে ৬৩টি উইকেট নিয়েছিলেন।

টেস্টে অশ্বিনের হোম সিরিজ শুরু হয় গত বছরের সেপ্টেম্ব-অক্টোবরে। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটিতে ২৭টি ‍উইকেট দখল করেন এ অফস্পিনার। এর পরে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টে তার সংগ্রহ ২৮টি উইকেট।

চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের দুই ইনিংসে অশ্বিনের সংগ্রহ ছিল ৬ উইকেট। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসেই তুলে নিয়েছেন ৩ উইকেট। আর এতেই তিনি ছাপিয়ে গিয়েছেন কপিল দেবকেও।

(দ্য রিপোর্ট/এনপিএস/এনআই/ফেব্রুয়ারি ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর