thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

ভারতের মাটিতে প্রথম ‘ডাক’ কোহলির

২০১৭ ফেব্রুয়ারি ২৪ ১৪:৪৭:১৮
ভারতের মাটিতে প্রথম ‘ডাক’ কোহলির

দ্য রিপোর্ট ডেস্ক : লড়াইটা যেমন হবে বলে ভাবা হচ্ছিল, ঠিক হলও তেমনটা। রান মেশিন বিরাট কোহলি বনাম 'হুইস্পারিং ডেথ' মিচেল স্টার্ক। যদিও ক্যারিবিয়ান ফাস্ট বোলার মাইকেল হোল্ডিংকেই 'হুইস্পারিং ডেথ' বলে ডাকা হত। তবে বর্তমান ক্রিকেটে গতিতে ব্যাটসম্যানকে পরাস্ত করার মত যে যে বিশ্বমানের বোলার রয়েছেন তাদের মধ্যে মিচেল স্টার্ক অন্যতম একজন। বল হাতে যেন ব্যাটসম্যানের মৃত্যু নিয়েই দৌড়ে আসেন স্টার্ক। তার ডেলিভারিতেই ২ বলে শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেন বিরাট।

পুনেতে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার ২৬০ রানের প্রথম ইনিংসের জবাবে ভারতীয় অধিনায়ক ব্যর্থ হন। মিচেল স্টার্কের দুরন্ত ওভারে সাজঘরে ফিরতে বাধ্য হয়েছেন কোহলি। ফর্মের তুঙ্গে থাকা ভারতীয় অধিনায়ক মাত্র ২ বল খেলে ফার্স্ট স্লিপে দাঁড়ানো পিটার হ্যান্ডসকম্বের হাতে ধরা পড়েন। রানের খাতা খুলতেই পারেননি কোহহি। ভারতের মাটিতে প্রথমবার টেস্ট শূন্য রানে আউট হলেন তিনি।

শেষ কবে ‘ডাক’ ২২ গজ ছেড়েছিলেন বিরাট, মনে আছে? মনে পড়ছে? যে গুগল সেকেন্ডের মধ্যেই সব বলে দেয়, সেও এত সময় নিচ্ছে। বিরাটের শেষ 'ডাক' কবে? কঠিন প্রশ্নের উত্তরে যেটা খুঁজে পাওয়া গেল তা হল বিরাটের টেস্ট স্ট্যাট। এনিয়ে ছয় বছরের ক্যারিয়ারের পঞ্চম ‘ডাক’ মারলেন কোহলি, ২০১৪ সালের আগস্টের পর প্রথম। এর আগে রানের খাতা তিনি খুলতে ব্যর্থ হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্রিজটাউনে (২০১১), মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে (২০১১) এবং ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস ও ম্যানচেস্টারে (২০১৪)।

বাঁহাতি মিচেল স্টার্ককে খেলতে বিরাটের প্রস্তুতি ছিল চোখে পড়ার মত। নেটে ঘণ্টার পর ঘণ্টা বাঁহাতি বোলার নেওয়া। স্টার্কের গতির সমান গতি পেতে ২২ গজ ছোট করেও বল করিয়েছেন বোলারদের দিয়ে। প্রথম টেস্টের প্রথম ইনিংসে বিরাট ব্যর্থ। এই প্রথম টেস্ট ক্রিকেটে দেশের মাটিতে শূন্য রানে আউট হলেন কোহলি। তবে এখনই বিরাট বনাম স্টার্কের লড়াই শেষ নয়। এক গোলে এগিয়ে থাকলেও এখনও হাতে আছে ৪ ম্যাচ। সময়ই বলবে, শেষ হাসি হাসবে কে, বিরাটের ব্যাট নাকি স্টার্কের বল?

(দ্য রিপোর্ট/এনপিএস/এনআই/ফেব্রুয়ারি ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর