thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

ক্রিকইনফোর বর্ষসেরার তালিকায় ছয়জন বাংলাদেশি

২০১৭ ফেব্রুয়ারি ২৪ ১৬:০০:৩২
ক্রিকইনফোর বর্ষসেরার তালিকায় ছয়জন বাংলাদেশি

দ্য রিপোর্ট ডেস্ক : ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা ক্রিকেটারের তালিকায় ছয়জন বাংলাদেশি ক্রিকেটার স্থান পেয়েছেন। এরা হলেন মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুস্তাফিজুর রহমান। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে জানা যাবে কে পাচ্ছেন ২০১৬ বর্ষসেরা ক্রিকেটারের তকমা।

১২টি বিভাগে ২০১৬ সালের ক্রিকেটারদের পুরস্কৃত করবে ওয়েবসাইটটি। গত বছর ক্রিকইনফো বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের মুকুট উঠেছিল কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের মাথায়। এ বছরও তিনি মনোনয়ন পেয়েছেন। যদিও ইনজুরির কারণে বছরের বেশিরভাগ সময়ই তিনি ছিলেন মাঠের বাইরে।

মাশরাফি গতবার সেরা অধিনায়কের তালিকায় থাকলেও এবার স্থান পেয়েছেন ওয়ানডে সেরা বোলিং পারফরম্যান্সের জন্য।

সেরা টেস্ট ব্যাটিং পারফরম্যান্সে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের তামিম ইকবাল। টেস্টের সেরা বোলিং পারফরম্যান্সের তালিকাতে রয়েছে মিরাজের নাম। টেস্টে সেরা বোলিংয়ের পাশাপাশি বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটারদের পুরস্কারের মনোনয়নও পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।

টি২০-তে সেরা ব্যাটিং পারফরম্যান্সের জন্য বাংলাদেশের দুইজন মনোনয়ন পেয়েছেন। গত বছর এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে মাহমুদউল্লাহ রিয়াদের ২২ রানের ইনিংস ও শ্রীলঙ্কার বিপক্ষে সাব্বির রহমানের ৮০ রানের ইনিংসটি রয়েছে।

সব কৌতূহলের অবসান ঘটবে আজ রাত সাড়ে নয়টায়। তখনই জানা যাবে বাংলাদেশের কেউ জিতলেন কি না।

(দ্য রিপোর্ট/এনপিএস/ফেব্রুয়ারি ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর