thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

বাগেরহাটে ১২২৫ বস্তা সিমেন্ট বোঝাই ট্রলার ডুবি

২০১৭ ফেব্রুয়ারি ২৪ ১৭:৩৬:৪৯
বাগেরহাটে ১২২৫ বস্তা সিমেন্ট বোঝাই ট্রলার ডুবি

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে ১ হাজার ২শ’ ২৫ বস্তা সিমেন্টসহ একটি ট্রলার ডুবে গেছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে ‘মা ফতেমা’ নামে ওই ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারের মাঝি শহিদুল ইসলাম শেখ (৪৫) আহত হয়েছেন। স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করেছেন।

জানা গেছে, ট্রলারটি মংলার সেনাকল্যাণ সংস্থা থেকে এক হাজার ৩শ’ বস্তা সিমেন্ট নিয়ে শরণখোলায় যাচ্ছিল। রাত ১টায় মোরেলগঞ্জের পানগুছি নাদীতে পৌঁছে এটি। সেখানের স্থানীয় মাসুম এন্ড ব্রাদার্স এর ৭৫ বস্তা সিমেন্ট আনলোড করে ট্রলার মালিক ও শ্রমিকরা ঘুমিয়ে পড়েন। ভোরে ভাটির টানে নদীর পানি কমে যাওয়ায় ঘাটে বাঁধা রশি ছিড়ে ট্রলারটি ডুবে যায়।

মোরেলগঞ্জ থানার ওসি মো. রাশেদুল আলম জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান নির্ণয় ও উদ্ধারে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ শুরু করেছেন।

(দ্য রিপোর্ট/এস/জেডটি/ফেব্রুয়ারি ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর