thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

খুলনা সার্কিট হাউসে অগ্নিকাণ্ড

২০১৭ ফেব্রুয়ারি ২৪ ১৮:০১:৩০
খুলনা সার্কিট হাউসে অগ্নিকাণ্ড

খুলনা ব্যুরো : খুলনা সার্কিট হাউসের পুরাতন অংশে অগ্নিকাণ্ডে তিনটি কক্ষের আসবাপত্রসহ যাবতীয় সামগ্রী পুড়ে গেছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এই আগুনের সূত্রপাত হয় এবং দমকল বিভাগের দুটি ইউনিট দেড় ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সার্কিট হাউজের নতুন অংশে অবস্থান করছিলেন। সাকির্ট হাউসের পাশেই ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে বেলা ১১টায় সার্কিট হাউসে আসেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সার্কিট হাউসের একটি কক্ষ থেকে ধোঁয়া উড়তে দেখে দমকল বিভাগকে খবর দেওয়া হয়। দমকল বিভাগের দুটি ইউনিট এসে প্রায় দেড় ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে পুড়া কক্ষগুলোতে তখন কোনো অতিথি ছিলেন না।

দমকল বিভাগের পরিদর্শক জাকির হোসেন জানান, প্রাথমিকভাবে তারা ধারণা করছেন যে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

(দ্য রিপোর্ট/কেআই/জেডটি/ফেব্রুয়ারি ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর