thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

শাহ আবদুল করিম লোক উৎসব ৩ মার্চ শুরু

২০১৭ ফেব্রুয়ারি ২৪ ১৮:১৮:৩৬
শাহ আবদুল করিম লোক উৎসব ৩ মার্চ শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক : শাহ আবদুল করিমের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হচ্ছে 'শাহ আবদুল করিম লোক উৎসব ২০১৭’।সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে শাহ আবদুল করিম পরিষদের উদ্যোগে উৎসব শুরু হবে ৩ মার্চ। দু’দিন ব্যাপী এ উৎসব শেষ হবে ৪ মার্চ।

এবারের উৎসবের স্লোগান- সংস্কৃতি হলো আমাদের ঐতিহ্য আর এই ধারাই এগিয়ে যাক আগামী প্রজন্ম।

শাহ আবদুল করিম ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন উজানধলে। মারা যান ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে— বসন্ত বাতাসে, কেনে পিঁড়িতি বাড়াইলা রে বন্ধু, বন্দে মায়া লাগাইছে, আগে কি সুন্দর দিন কাটাইতাম, গাড়ি চলে না, রঙের দুনিয়া তরে চায় না, ঝিলঝিল ঝিলঝিল করেরে ময়ুরপঙ্খী নাও, তোমার কি দয়া লাগে না, আমি মিনতি করিরে ও মানুষ হয়ে তালাশ করলে।

(দ্য রিপোর্ট/ পিএস/জেডটি/ফেব্রুয়ারি ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর