thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

সিলেটে বেঙ্গল সংস্কৃতি উৎসবে আমিনা সুন্দরী

২০১৭ ফেব্রুয়ারি ২৫ ১০:১৭:৪৬
সিলেটে বেঙ্গল সংস্কৃতি উৎসবে আমিনা সুন্দরী

দ্য রিপোর্ট প্রতিবেদক : সিলেটের আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে চলছে ১০ দিনব্যাপী ‘বেঙ্গল সংস্কৃতি উৎসব’। এই উৎসবের সৈয়দ মুজতবা আলী মঞ্চে আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে থিয়েটার আর্ট ইউনিটের নাটক ‘আমিনা সুন্দরী’।

এস এম সোলায়মানের লেখা এই নাটকটি নির্দেশনা দিয়েছেন রোকেয়া রফিক বেবী। ২০০৭ সালে থিয়েটার আর্ট ইউনিট নাটকটির মঞ্চায়ন শুরু করে। বাঙালী নারীর প্রেম ও পুরুষ শাসিত সমাজে নারীর প্রতি পুরুষের প্রবঞ্চনা মূলত এ গল্পের প্রধান উপজীব্য।

প্রায় ৩০০ বছরের পুরনো লোককাহিনী ‘নছর মালুম ও ভেলুয়া সুন্দরী’-এর গল্পকে সংগীতের অপূর্ব ব্যবহারের মধ্য দিয়ে এস এম সোলায়মান রচনা করেছেন নাটক ‘আমিনা সুন্দরী’।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, সেলিম মাহবুব, চন্দন রেজা, প্রশান্ত হালদার, এজাজ, রিয়াজ হোসেন, ফেরদৌস আমিন বিপ্লব, সাইফ সুমন, কামরুজ্জামান মিল্লাত, ফৌজিয়া করিম অনু, শিল্পী চৌধুরী, আনিকা মাহিন, দীপ্তা, হাসনাত প্রদিপ, সুজন, শাপলা, সাকিল, সুমন ও লেলিন।

উল্লেখ্য, বেঙ্গল সংস্কৃতি উৎসব শুরু হয়েছে গত ২২ ফেব্রুয়ারি থেকে, চলবে ৩ মার্চ পর্যন্ত।

(দ্য রিপোর্ট/পিএস/এনআই/ফেব্রুয়ারি ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর