thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

নারায়ণগঞ্জে চাঁদাবাজির সময় ভুয়া সাংবাদিক গ্রেফতার

২০১৭ ফেব্রুয়ারি ২৫ ১৪:৩৯:৪৪
নারায়ণগঞ্জে চাঁদাবাজির সময় ভুয়া সাংবাদিক গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগে ৭ ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার ফ্যামিলি ল্যাব হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় দায়েরকৃত দ্রুত বিচার আইনের মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতাররা হলো, সিদ্ধিরগঞ্জের পশ্চিম সানারপাড় এলাকার বাশারউদ্দিনের পুত্র মো. শাহাদাৎ হোসেন ভূইয়া, সোনারগাঁয়ের কাঁচপুরের আব্দুস সালামের পুত্র নিশান, সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনীর ইসয়াত আহাম্মেদের পুত্র আব্দুস সাত্তার মোল্লা, সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকার অলি আহমেদ এর পুত্র মো. রাসেল, ফতুল্লার তল্লা এলাকার নূর মোহাম্মদের পুত্র মোহাম্মদ নুরুজ্জামান কাউসার, ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার এম এ হাশেমের পুত্র ফারুক আহমেদ, মিজমিজি এলাকার আফাজউদ্দিনের পুত্র ফারুক হোসেন। এছাড়া পলাতক রয়েছে সানারপাড় এলাকার টিটু।

মামলার বাদি সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার ফ্যামিলি ল্যাব হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ বেলাল হোসাইন ভূইয়া এজাহারে উল্লেখ করেন, তিনি বিগত এক বছর ধরে সাইনবোর্ড এলাকায় ব্যবসা পরিচালনা করে আসছিলেন। কিছুদিন ধরে তার প্রতিষ্ঠানে কিছু সংখ্যক বখাটে যুবক প্রতিষ্ঠানের কর্মচারীদের বিভিন্ন ধরনের হুমকী ও ভয়ভীতি প্রদর্শন করতো।

গত ২২ ফেব্রুয়ারী রাত ৮টার দিকে মো. শাহাদাৎ হোসেন ভূইয়া ও মোঃ টিটু ফ্যামিলি ল্যাব হাসপাতালে গিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে তাকে দেখিয়ে দিবে বলে হুমকী দেয়। পরে ২৪ ফেব্রুয়ারি রাত ৭টার দিকে শাহাদাৎ, টিটু, নিশান, আব্দুস সাত্তার মোল্লা, মো. রাসেল, নুরুজ্জামান কাউসার, ফারুক আহমেদ, ফারুক হোসেন গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করলে তিনি চাঁদা দিতে অস্বীকার করেন। সেখানে তারা প্রতিষ্ঠানটিতে ভাঙচুর চালায় এবং ক্যাশ থেকে ৫ হাজার টাকা লুটে নেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৭ জনকে হাতেনাতে গ্রেফতার করে। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় টিটু।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফতউল্লাহ বলেন, ৫০ হাজার টাকা চাঁদা চেয়ে না পেয়ে ক্লিনিকটিতে হামলা চালিয়ে ক্যাশ থেকে ৫ হাজার টাকা লুটে নেয় ৭ জন নামধারী সাংবাদিক। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে দ্রুত বিচার আইনে মামলা দায়ের হয়েছে। পলাতক টিটুকে গ্রেফতারের চেষ্টা চলছে।

(দ্য রিপোর্ট/এআরই/ফেব্রুয়ারি ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর