thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

সাজাভোগের পর ৫ বাংলাদেশি কিশোরকে ফেরত

২০১৭ ফেব্রুয়ারি ২৫ ১৬:৩৫:০২
সাজাভোগের পর ৫ বাংলাদেশি কিশোরকে ফেরত

দিনাজপুর প্রতিনিধি : ভারতে অবৈধভাবে প্রবেশের দায়ে ১৭ মাস সাজাভোগ শেষে আটক হওয়া ৫ বাংলাদেশি কিশোরকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় দিনাজপুরের হিলি চেকপোস্ট গেটে ভারত হিলি ইমিগ্রেশন ওসি নাজির হোসেন বাংলাদেশের হিলি ইমিগ্রেশন ওসি আফতাব হোসেনের কাছে তাদের হস্তান্তর করেন।

ফেরত কিশোররা হলেন- ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার রুহিয়া গ্রামের আজিজুল হকের ছেলে মশিউর রহমান (১৬), মৃত গুল মোহাম্মদের ছেলে আফসার হোসেন (১৭), ইফনুছ আলীর ছেলে বাদল রানা (১৪), আমিরুল ইসলামের ছেলের মামুন হোসেন (১৫) ও জাদুরানী গ্রামের জামাল উদ্দিনের ছেলে সাগর রানা (১৫)।

হিলি ইমিগ্রেশন ওসি আফতাব হোসেন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, এরা ২০১৫ সালের সেপ্টেম্বরে হরিপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করলে সে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়। এরপর ১৭ মাস তারা ভারতের পুনড় শিশুকল্যাণ কেন্দ্রে আটক ছিলো। হস্তান্তর করার সময় বিজিবি-বিএসফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে কিশোরদেরকে তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এপি/ফেব্রুয়ারি ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর