thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

লালবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৯

২০১৭ ফেব্রুয়ারি ২৫ ১৮:১৪:০২
লালবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৯

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর লালবাগ চৌরাস্তায় একটি মিষ্টির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটেছে।

আহতরা হলেন- সোনামুদ্দি (৫০), আবুল বাসার (৩৫), ফারহানা পান্না (২৬), সাব্বির আহমেদ (২০), মারুফ হোসেন (২০), সবুজ (২০), আব্দুল্লাহ(৩৫), মগবুল হোসেন (৩৫) ও ফয়সাল (২৮)।

এর মধ্যে রিক্সাচালক আবুল বাসারের ৮০ শতাংশ, রিক্সাচালক সোনামুদ্দিনের ১৮ শতাংশ, গৃহবধু ও ধানমন্ডি নিউ মডেল বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র ছাত্রী পান্নার ২৪ শতাংশ, পনির বিক্রেতা সাব্বির আহমেদের ১৫ শতাংশ, মিস্টির দোকানের কর্মচারি মারুফ হোসেনর ১৮ শতাংশ, অপর এক কর্মচারি সবুজের ২৩ শতাংশ, চুড়ি কারখানার মালিক মকবুল হোসেনের ১৮ শতাংশ পুড়ে গেছে। এছাড়া রিক্সাচালক আব্দুল্লাহর এবং পথচারী ফয়সালের এর দুই পায়ে স্পিলিন্ডারের আঘাত লাগে। তাদেরকে জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদের মধ্যে পথচারী সেলিম জানান, লালবাগ চৌরাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি মিষ্টির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ৮ জন আহত দগ্ধ হয়। তাদের কেউ পথচারী ছিলেন আবার কেউ দোকানে ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, লালবাগের ঘটনায় মোট ৭ জন রোগী পেয়েছি। সবারই শ্বাসনালী বার্ন হয়েছে। সবারই ১২ থেকে ৮০ শতাংশ বার্নসহ মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তারা অবজারভেশনে আছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/আরএস/এমএইচএ/এপি/ফেব্রুয়ারি ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর