thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৩ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

ইনুর পদত্যাগ চাইলেন সাংবাদিক নেতৃবৃন্দ

২০১৭ ফেব্রুয়ারি ২৫ ১৮:২৫:৩১
ইনুর পদত্যাগ চাইলেন সাংবাদিক নেতৃবৃন্দ

দ্য রিপোর্ট প্রতিবেদক : সাংবাদিকদের নবম ওয়েজবোর্ড ঘোষণা না করায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর পদত্যাগ চাইলেন আওয়ামী লীগ পন্থী সাংবাদিক নেতারা।

জাতীয় প্রেস ক্লাবের সামনে শনিবার (২৫ ফেব্রুয়ারি) এক মানববন্ধনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে-আওয়ামী লীগ অংশ) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে-আওয়ামী লীগ অংশ) নেতারা তথ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও অবিলম্বে নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

নেতারা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পরও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু নবম ওয়েজবোর্ড ঘোষণা করছেন না। নতুন ওয়েববোর্ড গঠনে গড়িমসি করছেন মন্ত্রী। এজন্য তথ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন নেতারা।

বিএফইউজের মহাসচিব ওমর ফারুক বলেন, ‘নবম ওয়েজবোর্ড ঘোষণা নিয়ে তথ্যমন্ত্রী ছল-চাতুরী করছেন। তিনি কমিটির করার জন্য নাম নিয়েছেন, কাজ করছেন না। তাকে বলব অবিলম্বে নবম ওয়েজ বোর্ড ঘোষণা করুন।’

তিনি আরও বলেন, ‘বর্তমান তথ্যমন্ত্রী বুকে হাত দিয়ে বলতে পারবেন যে তিনি সাংবাদিকদের কোন উপকার করেছেন। তিনি সাংবাদিকদের অপকার করেছেন। তাকে বলবো চেয়ার ছেড়ে দিয়ে চলে যান।’

জাসদ সভাপতি ইনুকে উদ্দেশ্য করে ওমর ফারুক বলেন, ‘সাংবাদিক নির্যাতনের ঘটনায় আপনাকে কখনও প্রতিবাদ করতে দেখিনি। কারণ আপনি এগুলো সমর্থন করেন।’

ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী তথ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, ‘ওয়েজ বোর্ড নিয়ে আমাদের সঙ্গে ফাজলামো করা বন্ধ করুন। দ্রুত নবম ওয়েজ বোর্ড ঘোষণা করতে হবে।’

সোহেল হায়দার আরও বলেন, ‘ছয় বছরেও সাগর-রুনি হত্যার বিচার প্রক্রিয়া শুরু হয়নি। শেষ হয়নি তদন্তও। কারা এটা করছে- তা খুঁজে বের করতে হবে। প্রগতিশীল সরকার ক্ষমতায় থাকার সময় যদি সাংবাদিকরা নির্যাতকের শিকার হয় তবে আমরা যাব কোথায়।’

রেডকার্ড নেওয়া অনেক পত্রিকা অষ্টম ওয়েজবোর্ড বাস্তবায়ন করছে না দাবি করে ডিইউজের সাধারণ সম্পাদক বলেন, ‘এ বিষয়ে পুনঃতদন্ত করে ব্যবস্থা নিতে হবে।’

বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘আমাদের সুষ্পষ্ট দাবি সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার করতে হবে। সাগর-রুনির বিচার নিয়ে টালবাহানা চলবে না। সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারের দায় যেমন রাষ্ট্রকে গ্রহণ করতে হবে তেমনি নিহত, আহত ও নির্যাতিত সাংবাদিকদের পরিবারের ভরণ-পোষণের দায়িত্ব সব গণমাধ্যম মালিকদের গ্রহণ করতে হবে।’

তিনি বলেন, ‘আমাদের মর্যাদা ও রুজির স্বার্থে অবিলম্বে ওয়েজ বোর্ড গঠন করতে হবে। যে প্রক্রিয়া শুরু হয়েছে তা দ্রুত শেষ করতে হবে। আমরা দেখতে চাই দ্রুততম সময়ের মধ্যে ওয়েজবোর্ড গঠন করা হয়েছে। অবশ্যই এ ওয়েজবোর্ডের মধ্যে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অন্তর্ভুক্ত করতে হবে।’

‘জাতীয় সংসদকে গণমাধ্যমের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার যে চক্রান্ত এর মধ্য দিয়ে তৃতীয় কোন শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল অবস্থার দিকে ঠেলে দিচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখার জন্য সংসদ নেত্রী ও প্রধানমন্ত্রী, স্পিকারের প্রতি অনুরোধ জানাই। আমরা সংসদ ও গণমাধ্যমের মুখোমুখী অবস্থান চাই না। আমার চাই গণমাধ্যম তার মর্যাদা নিয়ে থাকবে, সংসদ তার মর্যাদা নিয়ে থাকবে’ বলেন মঞ্জুরুল আহসান।

মানববন্ধনে ডিইউজে’র সভাপতি শাবান মাহমুদ, বিএফইউজের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও দেশের ১১টি ইউনিটের প্রতিনিধিরা অংশ নেন।

(দ্য রিপোর্ট/আরএমএম/এপি/ফেব্রুয়ারি ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর