thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

তিন ফরমেটেই আত্মবিশ্বাসী মুস্তাফিজ

২০১৭ ফেব্রুয়ারি ২৫ ১৮:৩৭:১৫
তিন ফরমেটেই আত্মবিশ্বাসী মুস্তাফিজ

দ্য রিপোর্ট প্রতিবেদক : দীঘদিন ইনজুরির ধকল সামলে নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে অন্তর্ভূক্ত করা হয়েছিল টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে। কিন্তু সেখানে সিমিত ওভারের ম্যাচগুলোতে খেলার সুযোগ পেলেও আবারও ব্যাথা অনূভব করায় টেস্টে আর খেলা হয়নি তার। এবার অবশ্যআসন্ন শ্রীলঙ্কা সফরের টেস্ট স্কোয়াডে রাখা হয়েছে কাটারা মাস্টার খ্যাত এই বাঁহাতি পেসারকে। সফরকে সামনে রেখে সম্প্রতি ঘরের মাঠে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) অনুশীলনমূলক দুটি চারদিনের ম্যাচও খেলেছেন তিনি। এই সুবাদে আগের মতোই বল করতে পারছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন মুস্তাফিজ।

আসন্ন শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে শনিবার (২৫ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে সাংবাদিকদের মুস্তাফিজ বলেছেন, ‘অনেকদিন মাঠের বাইরে ছিলাম, ইনজুরির পর নিউজিল্যান্ড সফরে ছিলাম, টেস্ট ম্যাচের সময়ও দলের সঙ্গে ছিলাম, কিন্তু খেলতে পারিনি। ইনজুরির পরে অনেকদিন খেলার অভ্যাস ছিলোনা। এ জন্যে ভারতে আমি যেতে পারিনি। তবে দুটি বিসিএলের ম্যাচ খেলেছি সেখানে (প্রস্তুতিটা) ভালো হয়েছে আমার।’

এই সুবাদে আত্মবিশ্বাসও ও ফিরে পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। বলেছেন, আত্মবিশ্বাসটা এখন অনেক ভালো পর্যায়েই রয়েছে তার।

কোন অস্বস্তি আছে কিনা? জানতে চাইলে মুস্তাফিজ বলেছেন, ‘এখন সব কিছু ভালো যাচ্ছে, কোন কিছু নাই।’

এদিকে কাটার মাস্টারের তকমা পাওয়া বাঁহাতি এই পেসার তার সেরা বলগুলো ঠিকঠাক করতে পারছেন কিনা? জানতে চাইলে মুস্তাফিজ বলেছেন, ‘বিসিএল খেললাম দুইটা, ওইখানে তো (বল) জোরে করার চেষ্টা করেছি। পাশাপাশি সুইং করানো আর আমার কাটার কিংবা স্লোয়ার যেটাই আছে, যদিও ওটা চারদিনের ম্যাচে ততটা কার্যকরী হয়না। তারপরও, ভালো জায়গায় ধারাবাহিক ছন্দে বল করার চেষ্টা করেছি।’

তবে, অস্ত্রোপচারের পর ভিন্ন কিছু করতে হয় কিনা? আর কি-ই বা করতে হয়? জানতে চাইলে মুস্তাফিজ বলেছেন, ‘প্রথমে (কাজ) ছিল, এখন নেই। তবে, ওয়ার্মআপের কিছু ভিন্নতা থাকে। আর থ্রো-তে (সমস্যা) থাকে, বেশি দূরেরটাতে। তবে এখন ওটা করা যাচ্ছে, প্রথমে যেতনা।’

শ্রীলঙ্কা সিরিজ নিয়ে কি চিন্তা? জানতে চাইলে মুস্তাফিজ বলেছেন, ‘টেস্ট দলে (আমাকে) দিয়েছে। আমি জানিনা, ওয়ানডে ও টি২০ দলে থাকবো কিনা! যদি তিন সংস্করণে থাকতে পারি, চেষ্টা করবো আমার সেরাটা দেওয়ার।’

উল্লেখ্য, গেল ২০১৬ সালে হালকা ইনজুরি নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল) খেলতে গিয়েছিলেন মুস্তাফিজ। এরপর সফলভাবে আইপিএল শেষে সে বছরের আগস্টে সাসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ড গিয়ে ইনজুরিতে পড়েছিলেন তিনি। সেখানে কাঁধে অস্ত্রোপচার শেষে প্রায় পাঁচ মাস পুনর্বাসনের পর নিউজিল্যান্ড সিরিজে ফিরে সিমিত ওভারের ম্যাচ খেলেন মুস্তাফিজ। কিন্তু হঠাৎ আবারও কোমরে ব্যথা অনুভব করায় আর টেস্ট খেলা হয়নি তার। এমনকি ভারতের বিপক্ষে হায়দরাবাদে ঐতিহাসিক টেস্টেও ছিলেন না আইপএলের উদীয়মা এই সেরা ক্রিকেটার।

(দ্য রিপোর্ট/এজে/ফেব্রুয়ারি ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর