thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

‘রোহিঙ্গাদের মানবাধিকার যেন লঙ্ঘিত না হয়’

২০১৭ ফেব্রুয়ারি ২৫ ১৯:১৭:১৭
‘রোহিঙ্গাদের মানবাধিকার যেন লঙ্ঘিত না হয়’

কক্সবাজার প্রতিনিধি : জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজি রিয়াজুল হক বলেছেন, ‘রোহিঙ্গাদের যদি সরকার অন্যত্র নিয়ে যেতে চাই তাহলে ওই স্থানটা বসবাসের উপযোগী করেই নিয়ে যেতে হবে। ওখানে যেন এসব রোহিঙ্গাদের মানবাধিকার কোনভাবে লঙ্ঘিত না হয় তা বিবেচনায় রাখতে হবে।’

একই সঙ্গে মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে জনমত তৈরি করতে কাজ করাই বাংলাদেশের এ মুহূর্তে করণীয় বলে মন্তব্য করেছেন তিনি। শনিবার (২৫ ফেব্রুয়ারি) রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শনিবার সকাল ১০টার দিকে কুতুপালং অনিবন্ধিত ও নিবন্ধিত দুইটি ক্যাম্প পরিদর্শনে যান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজি রিয়াজুল হক। এরপর তিনি বেলা ১২টার দিকে উখিয়ার বালুখালী অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে যান।

মিয়ানমারে মানবাধিকার লংঘনের শিকার রোহিঙ্গাদের বর্তমান অবস্থা ও করণীয় নির্ধারণের লক্ষ্যে এ পরিদর্শন। পরিদর্শনকালে তিনি রোহিঙ্গাদের সাথে আলাপ-আলোচনা করেন। সন্ধ্যায় এ বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করার কথা রয়েছে।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এপি/ফেব্রুয়ারি ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর