thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

নাট্যশালায় সন্ধ্যায় ‘ট্রেন টু পাকিস্তান’

২০১৭ ফেব্রুয়ারি ২৬ ০৯:৪৪:৫০
নাট্যশালায় সন্ধ্যায় ‘ট্রেন টু পাকিস্তান’

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে আজ সন্ধ্যায় (২৬ ফেব্রুয়ারি) মঞ্চস্থ হবে জাহাঙ্গীর থিয়েটারের নাট্যপ্রযোজনা 'ট্রেন টু পাকিস্তান'। খুশবন্ত সিংয়ের লেখা উপন্যাস থেকে এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মঈনুল হক তারিফ।

১৯৪৭ সালে ভারত-পাকিস্তান সীমান্তবর্তী একটি গ্রাম মানোমাজরাকে কেন্দ্র করে, দেশ ভাগ, ধর্ম ও রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে এ নাটকে। এদিন নাটকটির ৯ম মঞ্চায়ন হতে যাচ্ছে।

অভিনয় করবেন- রুবেল, মুন্না, মুক্তা, শিশির, মৌ, পিয়াল ,নাজমুল ,রাতুল ,নিহাত, সৈকত , অনিক, সাকিব, সুমন ,ওয়াসি ,সউমকি, পুজা, রুদ্র, সাইফুল, ইমরান, ,শান্তা ,দীপ,অদিতি , আরশি, মুগ্ধ প্রমুখ।

(দ্য রিপোর্ট/পিএস/এআরই/ফেব্রুয়ারি ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর