thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

জমকালো আয়োজনে কলকাতায় ফিল্মফেয়ার পুরস্কার

২০১৭ ফেব্রুয়ারি ২৬ ১৫:০১:১৪
জমকালো আয়োজনে কলকাতায় ফিল্মফেয়ার পুরস্কার

দ্য রিপোর্ট প্রতিবেদক : ভারতের কলকাতার সায়েন্স সিটিতে গতকাল শনিবার রাতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘জিও ফিল্মফেয়ার পুরস্কার, বাংলা ২০১৭’ প্রদান অনুষ্ঠান। এবার সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘সিনেমাওয়ালা’। সেরা নায়কের পুরস্কার পেয়েছেন প্রসেনজিৎ। আজীবন সম্মাননা জানানো হয় সুপ্রিয়া দেবীকে।

এবারের ফিল্মফেয়ারে বাংলাদেশের মানুষের আকর্ষণ ছিলেন জয়া আহসান। দ্বিতীয়বারের মতো সেরা নায়িকা বিভাগে মনোনয়ন পেয়েছিলেন এই অভিনেত্রী। অরিন্দম শীলের ‘ঈগলের চোখ’ ছবির জন্য মনোনয়ন পান বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। শেষ পর্যন্ত এই বিভাগে পুরস্কার পেয়েছেন স্বস্তিকা মুখার্জি।

‘জিও ফিল্মফেয়ার পুরস্কার ২০১৭, বাংলা’ প্রদান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যিশু সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায় ও জুন মালিয়া। সঙ্গে ছিল দেব, নুসরাত জাহান আর অঙ্কুশের চোখ ধাঁধানো পারফরমেন্স।

এক নজরে ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ীরা

সেরা ছবি : সিনেমাওয়ালা

সেরা পরিচালক : কৌশিক গাঙ্গুলী (সিনেমাওয়ালা)

সেরা নায়ক : প্রসেনজিৎ (শঙ্খচিল)

সেরা নায়িকা : স্বস্তিকা মুখার্জি (সাহেব বিবি গোলাম)

সেরা পার্শ্ব অভিনেতা : অনির্বাণ ভট্টাচার্য (ঈগলের চোখ) ও ঋত্বিক চক্রবর্তী (সাহেব বিবি গোলাম)

সেরা পার্শ্ব অভিনেত্রী : অপরাজিতা (প্রাক্তণ)

সেরা মিউজিক অ্যালবাম : অনুপম রায় ও অনিন্দ্য চট্টোপাধ্যায় (প্রাক্তণ)

সেরা গীতিকার : অনুপম রায় (তুমি যাকে ভালোবাস, প্রাক্তণ)

সেরা সংগীতশিল্পী (পুরুষ) : নচিকেতা চক্রবর্তী (এক পুরোনো মসজিদে, জুলফিকার)

সেরা সংগীতশিল্পী (নারী) : ইমন চক্রবর্তী (তুমি যাকে ভালোবাস, প্রাক্তন)

সেরা সম্পাদনা : সঞ্জীব দত্ত (সাহেব বিবি গোলাম)

সেরা সাউন্ড ডিজাইন : অনির্বাণ সেনগুপ্ত (শঙ্খচিল)

সেরা প্রোডাকশন ডিজাইন : ধনঞ্জয় মণ্ডল (সিনেমাওয়ালা)

সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর : নীল অধিকারী (সাহেব বিবি গোলাম)

সেরা কোরিওগ্রাফি : বাবা যাদব (সেলফি, অভিমান)

সেরা সিনেমাটোগ্রাফি : গৈরিক সরকার (সাহেব বিবি গোলাম)

সেরা কাহিনি : কৌশিক গাঙ্গুলি (সিনেমাওয়ালা)

সেরা চিত্রনাট্য : প্রতিম ডি গুপ্ত (সাহেব বিবি গোলাম)

সেরা সংলাপ : শুভময় চট্টোপাধ্যায় (চোলাই)

সেরা ডেব্যু ছবি : অরিন্দম ভাট্টচার্য (অন্তর্লীন) ও অয়ন চক্রবর্তী (ষড়রীপু)

সেরা ডেব্যু নায়ক : যশ দাশগুপ্ত (গ্যাংস্টার)

সমালোচকদের বিচারে সেরা ছবি : অরুণ রায় (চোলাই)

সমালোচকদের বিচারে সেরা অভিনেতা : পরাণ বন্দ্যোপাধ্যায় (সিনেমাওয়ালা)

সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী : ঋতুপর্ণা সেনগুপ্ত (প্রাক্তণ)

আজীবন সম্মাননা : সুপ্রিয়া দেবী

(দ্য রিপোর্ট/পিএস/এআরই/ফেব্রুয়ারি ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর