thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

চুক্তিতে থেকেই সিনিয়র সচিব হলেন শহিদুল

২০১৭ ফেব্রুয়ারি ২৬ ১৭:৪৭:৪৩
চুক্তিতে থেকেই সিনিয়র সচিব হলেন শহিদুল

দ্য রিপোর্ট প্রতিবেদক : চুক্তিতে দায়িত্ব পালনরত অবস্থায় সিনিয়র সচিবের মর্যাদা পেলেন আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব শহিদুল হক।

জনপ্রশাসন মন্ত্রণালয় রবিবার (২৬ ফেব্রুয়ারি) শহিদুল হককে সিনিয়র সচিব হিসেবে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে। এজন্য আগের চুক্তি বাতিল করা হয়েছে।

সিনিয়র সচিবদের পদমর্যাদা মন্ত্রিপরিষদ সচিব ও সচিবদের মাঝামাঝি। বর্তমানে প্রশাসনে ৯ জন সিনিয়র সচিব রয়েছেন।

আদেশে বলা হয়েছে, শহিদুল হককে ৮২ হাজার টাকা স্কেলে সিনিয়র সচিব হিসেবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে বর্তমান কর্মস্থলে পদায়ন করা হল।

চাকরির নির্ধারিত মেয়াদ শেষে ২০১৫ সালের ৩ নভেম্বর লেজিসলেটিভ সচিব শহিদুল হককে দুই বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়।

(দ্য রিপোর্ট/আরএমএম/জেডটি/ফেব্রুয়ারি ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর