thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

শ্রীলঙ্কার উদ্দেশ্যে সোমবার ঢাকা ছাড়বে মুশফিকরা

২০১৭ ফেব্রুয়ারি ২৬ ১৯:৪৪:১৬
শ্রীলঙ্কার উদ্দেশ্যে সোমবার ঢাকা ছাড়বে মুশফিকরা

দ্য রিপোর্ট ডেস্ক : পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ২৭ ফেব্রুয়ারী (সোমবার) ঢাকা ছাড়বে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল। ওইদিন দুপুর ২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র জানিয়েছে, টিম বাংলাদেশ এদিন সরাসরি শ্রীলঙ্কা যাবে না। ঢাকা থেকে সিঙ্গাপুর হয়ে শ্রীলঙ্কায় পৌঁছাবে তারা।

এক মাসেরও বেশি সময়ের লঙ্কা সফরে স্বাগতিকদের বিপক্ষে পূর্নাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। এর মধ্যে রয়েছে ২টি টেস্ট, ৩ টি ওয়ানডে ও ২টি টি২০। এছাড়া টেস্ট এবং ওয়ানডে সিরিজের আগে একটি করে প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে সফরকারীরা।

আগামী ২-৩ মার্চ মোরাতুয়া ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে লঙ্কা মিশন শুরু হবে টিম বাংলাদেশের। এরপর তিন দিনের বিরতির দিয়ে আগামী ৭ মার্চ গলে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ১৫ মার্চ কলম্বোর পি সারা ওভালে। যেটি হবে বাংলাদেশের শততম টেস্ট ম্যাচ।

টেস্ট সিরিজ শেষে দুই দিন বিরতি দিয়ে ২২ মার্চ কলম্বোতে অনুষ্ঠিত হবে একটি প্রস্তুতিমূলক ওয়ানডে ম্যাচ। এরপর দুই দিন বিরতি দিয়ে ২৫ মার্চ রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেটি অনুষ্ঠিত হবে ২৮ মার্চ। আর ১ এপ্রিল কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

বাংলাদেশের লঙ্কা সফর শেষে হবে ২টি টি২০ ম্যাচ দিয়ে। ৪ এপ্রিল কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি২০ ম্যাচ। এরপর একই ভেন্যুতে স্বাগতিকদের বিপক্ষে ৬ এপ্রিল অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি২০।

(দ্য রিপোর্ট/এজে/ফেব্রুয়ারি ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর