thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

কেনের হ্যাটট্রিকে দ্বিতীয় স্থানে টটেনহাম

২০১৭ ফেব্রুয়ারি ২৬ ২৩:০১:১২
কেনের হ্যাটট্রিকে দ্বিতীয় স্থানে টটেনহাম

দ্য রিপোর্ট ডেস্ক : হ্যারি কেনের হ্যাটট্রিকে ইংলিশ প্রিমিয়ার লিগে স্টোক সিটিকে গোল বন্যায় ভাসিয়েছে টটেনহাম হটস্পার। রবিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নিজেদের ২৬তম ম্যাচে তারা জয় পেয়েছে ৪-০ গোলের বড় ব্যবধানে। এই জয়ের সুবাদে ম্যানচেস্টার সিটিকে হটিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে টটেনহাম।

এদিন হ্যাটট্রিকের সুবাদে এক মৌসুমে এখন পর্যন্ত মোট তিনটি হ্যাটট্রিক তুলে নিয়েছেন ইংলিশ ফরওয়ার্ড হ্যারি কেন। যদিও এখন পর্যন্ত এক মৌসুমে সর্বোচ্চ ৬টি হ্যাটট্রিকের মালিক বার্সেলোনা তারকা লুইস সুয়ারেজ।

নিজেদের মাঠ হোয়াইট টার্ট লেনে এদিন স্টোক সিটিকে আতিথেয়তা জানায় স্বাগতিক টটেনহাম। স্বাগতিকদের ম্যাচের ৪টি গোলই আসে প্রথমার্ধে। শুরুর ১৪ মিনিটের মাথায় অতিথিদের জালে বল জড়িয়ে দলকে এগিয়ে দেয় এদিনে হ্যাটট্রিক ম্যান কেন। এরপর একে একে ম্যাচের ৩২ ও ৩৭ মিনিটে দুটি গোল করে চলতি মৌসুমের তৃতীয় হ্যাটট্রিক পূর্ণ করেন কেন। বিরতিতে যাওয়ার আগে প্রথমার্ধের ইনজুরি (৪৫+ মিনিটে) টাইমে দলের চতুর্থ গোলটি করেন বামদেল আলী।

এই জয়ে ২৬ ম্যাচে ১৫টি জয় তুলে টটেনহাম সংগ্রহ করেছে ৫৩ পয়েন্ট। আর এক ম্যাচ কম খেলে এক পয়েন্ট কম ব্যাবধানে দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে নেমে গেছে ম্যানসিটি। তাদের সংগ্রহে আছে ৫২ পয়েন্ট। ওদিকে টটেনহামের মতো সমান সংখ্যক ম্যাচ খেলে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে ইংলিশ জয়ান্ট চেলসি।

(দ্য রিপোর্ট/এজে/এনআই/ফেব্রুয়ারি ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর