thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

জীবনযাত্রা পাল্টে দিচ্ছে কেরানীগঞ্জের জেলখানা

২০১৭ ফেব্রুয়ারি ২৭ ১০:০৬:০০
জীবনযাত্রা পাল্টে দিচ্ছে কেরানীগঞ্জের জেলখানা

কেরানীগঞ্জ প্রতিনিধি : কেরানীগঞ্জকে সরকার আবাসিক জোন ঘোষণা করার পর এখানকার মানুষের জীবন যাত্রার পরিবর্তন চোখে পড়ার মতো । এর পেছনে কেন্দ্রীয় কারাগার ও পদ্মা সেতুসহ চারলেনের মহাসড়ক ঘিরে পাল্টে গেছে মানুষের চিন্তা ভাবনা। নবনির্মিত নতুন কারাগারকে ঘিরে গড়ে উঠেছে অনেক হাউজিং প্রকল্প। হাউজিংগুলোর জমিজমার দাম বেড়ে গেছে তিনগুণ।

এলাকাবাসীর ধারণা, কিছুদিনের মধ্যে কারাগার আঞ্চলটি শহরে পরিণত হবে। ইতোমধ্যে কারাগারের আশপাশে দোকান-পাট. হোটেল, রেস্তোরাঁ, বাড়ি-ঘর উঠতে শুরু করেছে।

কারাগারের এলাকার মালিকানা জমির মালিকদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। পাল্লা দিয়ে বাড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছে অনেকে। কেন্দ্রীয় কারাগার সংলগ্ন সরকারি ও বেসরকারি মালিকানাধীন প্রায় ৫০ থেকে ৬০টি হাউজিং রয়েছে।

সুমনা হাউজি লিমিটেডের ড্রাইভার মো. আব্দুল হকের কাছ জানতে চাইলে তিনি জানান, বাসস্থানের কথা ভেবে এ সকল হাউজিংগুলোতে দক্ষিণাঞ্চলের মানুষ বেশি জমি ক্রয় করেছে।

এছাড়া কারাগারের পশ্চিম-পূর্ব উভয় দিকে খালি জমি ভরাট কাজ চলছে। সে কারণে তেঘরিয়া বিশ্বরোড থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত রাস্তার দু’ পাশে জমজমাট হয়ে উঠেছে। সে সকল এলাকার পরিবেশ দেখে মনে হবে এখনই বাড়িঘর দোকান তৈরির প্রস্তুতি নিচ্ছে মানুষ।

স্থানীয় চা বিক্রেতা জামাল হোসেন জানান, আগে অন্ধকার নেমে আসলে মানুষ রাস্তায় থাকতো না, ভয় হতো এবং ছিনতাই হতো প্রতিদিন। এখন কারাগারের কারণে এলাকায় মানুষে জমজমাট থাকে, আমাদের দিন পরিবর্তন হয়েছে। চারদিকে আলো, হাউজিং, বাড়িঘর গড়ে উঠছে, আমরা এখন রাস্তায় নামতে ভয় পাই না।

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারটি ১৯৪.৪১ একর জমির উপর নির্মিত। গত বছরের ১০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। পরে ঢাকার নাজিমউদ্দিন রোড থেকে কেরানীগঞ্জে স্থানান্তর করা হয় এটি।

(দ্য রিপোর্ট/এআরই/এনআই/ফেব্রুয়ারি ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর