thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

অস্কারে বর্ণবাদের অপবাদ ঘোচালেন ভায়োলা

২০১৭ ফেব্রুয়ারি ২৭ ১০:৩৮:৪২
অস্কারে বর্ণবাদের অপবাদ ঘোচালেন ভায়োলা

দ্য রিপোর্ট ডেস্ক : প্রথমবারের মতো অস্কার জিতলেন ভায়োলা ডেভিস। এর মধ্য দিয়ে অস্কারে বর্ণবাদের অপবাদ কিছুটা ঘুচলো। সেরা সহ–অভিনেত্রী বিভাগে ‘ফেন্সেস’ ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন ভায়োলা।

ভায়োলার সঙ্গে সেরা সহ-অভিনেত্রী বিভাগে অস্কারের জন্য লড়াই করেছেন নাওমি হ্যারিস (মুনলাইট), নিকোল কিডম্যান (লায়ন), অক্টোভিয়া স্পেনসার (হিডেন ফিগারস) ও মিশেল উইলিয়ামস (ম্যানচেস্টার বাই দ্য সি)।

অস্কারে প্রায় প্রতি বছরই বর্ণবাদের নানা অভিযোগ ওঠে। এবারও মনোনয়ন প্রক্রিয়ার শুরু থেকে এমন অভিযোগ উঠেছিল। সোমবার (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায়) লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসেছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) ৮৯তম আসর।

(দ্য রিপোর্ট/পিএস/এনআই/ফেব্রুয়ারি ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর