thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

মাদারীপুরেও অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

২০১৭ ফেব্রুয়ারি ২৭ ১১:০৩:৩০
মাদারীপুরেও অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরেও জেলা সড়ক পরিবহন ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার মোস্তফাপুর ও পুরাতন বাসস্ট্যান্ডে সড়কের ওপর টায়ার জ্বালিয়ে ও লোহার পাইপ ফেলে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধর্মঘটের কারণে বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের সঙ্গে বন্ধ রয়েছে সড়কপথে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা।

মাদারীপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহসভাপতি ফাইজুল শরীফ বলেন, ‘চুয়াডাঙ্গার চালককে যাবজ্জীবন সাজা দেওয়ার প্রতিবাদে রবিবার সন্ধ্যায় জরুরি সভা ডেকে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে অনির্দিষ্টকালের জন্য এই পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।’

এদিকে বাসস্ট্যান্ডে এসে গাড়ি না পেয়ে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। মাদারীপুর থেকে ঢাকাগামী যাত্রী ওবায়দুর রহমান বলেন, ‘ভোরে বাসস্ট্যান্ডে এসে শুনি ধর্মঘট। জরুরি কাজে ঢাকা যেতে হবে। কিন্তু সড়কে টায়ার জ্বালিয়ে যে আতঙ্ক সৃষ্টি করেছেন শ্রমিকরা, এ ভয়ে বাসায় ফিরে যাচ্ছি।’

উল্লেখ্য, ২০১১ সালের ১৩ আগস্ট ঢাকা-মানিকগঞ্জ সড়কের জোকা এলাকায় চুয়াডাঙ্গা ডিলাক্সের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ ৫ জন নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় গত ২২ ফেব্রুয়ারি মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত চালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড দেন।

(দ্য রিপোর্ট/এম/এনআই/ফেব্রুয়ারি ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর