thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

নারায়ণগঞ্জে সিনহা গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে

২০১৭ ফেব্রুয়ারি ২৭ ১১:২৮:০১
নারায়ণগঞ্জে সিনহা গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের শিল্পনগরী কাঁচপুর এলাকার রফতানিমুখী শিল্প কারখানা সিনহা ওপেক্স গ্রুপে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে মেশিনারি, সুতা, ফেব্রিক্সসহ বিভিন্ন উপকরণ।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে সিনহা গ্রুপের ১২ তলা ভবনের ১২ তলায় সুইং সেকশনে এই অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হেড কোয়াটারের সহকারী পরিচালক মাসুদুর রহমান আকন্দ দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে আগুনের খবরে পেয়ে আমাদের ৯টি ইউনিট কাজ শুরু করে। সকাল সাড়ে ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।

সিনহা ওপেক্স গ্রুপের জেনারেল ম্যানেজার (জিএম) তাজোয়ার হোসেন দ্য রিপোর্টকে জানান, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক রূপণ করা যায়নি। নিজস্ব তদন্তের পর এ ব্যাপারে জানানো হবে। তবে অগ্নিকাণ্ডের সময় কারখানা বন্ধ থাকায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এআরই/এনআই/ফেব্রুয়ারি ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর