thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

নতুন চার মডেল নিয়ে লড়াইয়ে নোকিয়া

২০১৭ ফেব্রুয়ারি ২৭ ১৩:১৯:৩০
নতুন চার মডেল নিয়ে লড়াইয়ে নোকিয়া

দ্য রিপোর্ট ডেস্ক : স্মার্টফোনের বাজারে আবার বড়সড় চমক নিয়ে হাজির নোকিয়া। ৩৩১০ মডেলের সেই ফোনকে ফিরিয়ে আনার কথা আগেই শোনা গিয়েছিল। এবার আরও তিনটি মডেলের কথা সামনে এল। সেগুলো হল নোকিয়া-৬, নোকিয়া-৫ ও নোকিয়া-৩।

নোকিয়া ৩৩১০ এর সঙ্গে অনেক মানুষের নস্টালজিয়া জড়িয়ে আছে। এখন যারা স্মার্টফোন ব্যবহার করেন, তাদের অনেকেই এক সময় এই ৩৩১০ ব্যবহার করতেন। সেই মডেলকে নতুন চেহারায় ফিরিয়ে আনা হচ্ছে।

এই স্মার্টফোন জমানায় এই ফোনে কিন্তু নেটের সুবিধা নেই। এক বার চার্জ দিলে কথা বলা যাবে ২২ ঘণ্টা। আছে এমপিথ্রি প্লেয়ার। ৩২ জিবি পর্যন্ত মেমরি। পুরনো স্নেক গেমও আছে।

নোকিয়া কর্তাদের আশা, নেট না থাকলেও এই ফোন আবার আগের মতোই জনপ্রিয় হবে।

স্মার্টফোন জমানার আগে বিশ্ব বাজারে অনেকটাই আধিপত্য ছিল নোকিয়ার। কিন্তু স্মার্টফোন আসার পর অন্যান্য কোম্পানিও দ্রুত উঠে আসে। নোকিয়া সেই লড়াইয়ে কিছুটা পিছিয়ে যায়। নতুন চারটি মডেলকে সামনে রেখে আবার সেই গৌরব ফিরে পেতে চাইছে নোকিয়া।

(দ্য রিপোর্ট/এফএস/এনআই/ফেব্রুয়ারি ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর