thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

কসোভোকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে বাংলাদেশ

২০১৭ ফেব্রুয়ারি ২৭ ১৬:১৩:৪৮
কসোভোকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে বাংলাদেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : রিপাবলিক অব কসোভোকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে যাচ্ছে বাংলাদেশ। এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সচিবালয়ের সোমবার (২৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় ‘বাংলাদেশ কর্তৃক রিপাবলিক অব কসোভোকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার প্রস্তাব’ বৈঠকে উপস্থাপন করে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ‘এ পর্যন্ত ১১৩টি দেশ কসোভোকে স্বীকৃতি দিয়েছে। ওআইসি’র ৫৭টি দেশের মধ্যে ৩৬টি দেশ স্বীকৃতি দিয়েছে। মন্ত্রিসভা দেশটিকে স্বীকৃতি প্রদানে সম্মতি দিয়েছে।’

মন্ত্রিসভার অনুমোদনের পর স্বীকৃতি দিতে এখন প্রক্রিয়া কী- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটা এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের জানিয়ে দেওয়া হবে।’

সার্বিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি কসোভো স্বাধীনতার ঘোষণা করে।

(দ্য রিপোর্ট/আরএমএম/এস/ফেব্রুয়ারি ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর